• ঢাকা
  • শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ মে, ২০১৯
সর্বশেষ আপডেট : ২৫ মে, ২০১৯

চাঁদপুরে বাংলাদেশ অর্থনীতি সমিতির ’১৯-’২০ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ অর্থনীতি সমিতির পক্ষ থেকে ২০১৯-’২০ সালের জন্য প্রস্তাবিত বাজেট চাঁদপুরে উপস্থাপন করা হয়েছে। একই সাথে এই বাজেট দেশের ২৬ টি জেলায় উপস্থাপন করা হয়।

শনিবার (২৫ মে) সকাল ১১ টায় চাঁদপুর সরকারি কলেজ মিলনায়তনে প্রস্তাবিত এই বাজেট উপস্থাপন করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যনির্বাহী সদস্য সৈয়দা নাজমা পারভীন পাপড়ি এবং নেছার আহমেদ। এবারের বাজেটে ১২ লক্ষ ৪০ হাজার ৯০ কোটি টাকার রাজস্ব ব্যয় ধরা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ এস এম দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি উপাধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। এ সময় বাজেটের উপর বিস্তারিত আলোচনা করেন প্রেস ক্লাবের সভাপতি শহিদ পাটওয়ারী, সাধারন সম্পাদক লক্ষন চন্দ্র সুত্রধর, সাংবাদিক গোলাম কিবরিয়া জীবন, ইকরাম চৌধুরী, রহিম বাদশা, শরিফ চৌধুরী। এ অনষ্ঠানে স্থানীয় ৩০ জন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সদস্য উপস্থিত ছিলেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!