প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার বাস্তবায়ন হব : রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

  • আপডেট: ০২:০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯
  • ১৭

গাজী মহিনউদ্দিন॥
হাজীগঞ্জে নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা ই-সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেলাই মেশিন বিতরণ করেন।
বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের বিকল্প আয়বর্ধণমূলক কর্মসূচীর অংশ হিসেবে ৬০ জন জেলের মাঝে উন্নত মানের ইলেকট্রিক সেলাই মেশিন বিতরণ করা হয়। এ নিয়ে উপজেলায় ১৪’শ জেলের মাঝে বিকল্প আয়বর্ধণমূলক বিভিন্ন উপকরণ ( সেলাই মেশিন, ছাগল ইত্যাদি) বিতরণ করা হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট ও সাহসি নেতৃত্বে দেশের সকল সেক্টরে দৃশ্যমান উন্নয়ন হয়েছে, হচ্ছে এবং চলমান রয়েছে।
তিনি বলেন, সরকারি পদক্ষেপ এবং সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতায় প্রধানমন্ত্রীর ঘোষিত ভিশন ২১ ও ৪১ বাস্তবায়ন হবে। ইতিমধ্যে আমরা মধ্যম আয়ের দেশে দ্বারপ্রান্তে। ইনশআল্লাহ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার বাস্তবায়ন হবে। সে লক্ষ্যে কাজ করছে সরকার।
উপকরণ নয়, জেলেদের নগদ অর্থ বিতরণের কথা উল্লেখ করে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, মাছ ধরার নিষিদ্ধ সময়ে আয়বর্ধণ কর্মসূচীর জন্য সেলাই মেশিন কিংবা ছাগল বিতরণ নয়, তাদেরকে নগদ অর্থ দিতে হবে। সেই অর্থ দিয়ে জেলেরাই সিদ্ধান্ত নিবে, তারা কি করবে। কারন, জেলেরা মাছ ধরা বন্ধ করে দর্জি কাজ এবং ছাগল চড়াবেনা। আমি এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী, উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন প্রমুখ। উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শামছুল আলম পাটওয়ারীর পরিচালনায় ও সহকারি মৎস্য কর্মকর্তা মো. মাহমুদ মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারবিন মিলি, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন।
এ সময় অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজী, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হাদী, মানিক হোসেন প্রধানীয়া, রফিকুল ইসলামসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :
সর্বাধিক পঠিত

ভারতে মসজিদের স্থানে মন্দির দাবি করে জরিপের চেস্টায় উত্তেজনা, পুলিশের গুলিতে ৩ মুসল্লি নিহত (ভিডিওসহ)

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার বাস্তবায়ন হব : রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

আপডেট: ০২:০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯

গাজী মহিনউদ্দিন॥
হাজীগঞ্জে নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা ই-সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেলাই মেশিন বিতরণ করেন।
বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের বিকল্প আয়বর্ধণমূলক কর্মসূচীর অংশ হিসেবে ৬০ জন জেলের মাঝে উন্নত মানের ইলেকট্রিক সেলাই মেশিন বিতরণ করা হয়। এ নিয়ে উপজেলায় ১৪’শ জেলের মাঝে বিকল্প আয়বর্ধণমূলক বিভিন্ন উপকরণ ( সেলাই মেশিন, ছাগল ইত্যাদি) বিতরণ করা হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট ও সাহসি নেতৃত্বে দেশের সকল সেক্টরে দৃশ্যমান উন্নয়ন হয়েছে, হচ্ছে এবং চলমান রয়েছে।
তিনি বলেন, সরকারি পদক্ষেপ এবং সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতায় প্রধানমন্ত্রীর ঘোষিত ভিশন ২১ ও ৪১ বাস্তবায়ন হবে। ইতিমধ্যে আমরা মধ্যম আয়ের দেশে দ্বারপ্রান্তে। ইনশআল্লাহ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার বাস্তবায়ন হবে। সে লক্ষ্যে কাজ করছে সরকার।
উপকরণ নয়, জেলেদের নগদ অর্থ বিতরণের কথা উল্লেখ করে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, মাছ ধরার নিষিদ্ধ সময়ে আয়বর্ধণ কর্মসূচীর জন্য সেলাই মেশিন কিংবা ছাগল বিতরণ নয়, তাদেরকে নগদ অর্থ দিতে হবে। সেই অর্থ দিয়ে জেলেরাই সিদ্ধান্ত নিবে, তারা কি করবে। কারন, জেলেরা মাছ ধরা বন্ধ করে দর্জি কাজ এবং ছাগল চড়াবেনা। আমি এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী, উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন প্রমুখ। উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শামছুল আলম পাটওয়ারীর পরিচালনায় ও সহকারি মৎস্য কর্মকর্তা মো. মাহমুদ মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারবিন মিলি, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন।
এ সময় অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজী, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হাদী, মানিক হোসেন প্রধানীয়া, রফিকুল ইসলামসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।