পূজায় কলকাতার বাজারে ৫০০ মেট্রিক টন ইলিশ দেবে বাংলাদেশ

  • আপডেট: ০৪:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯
  • ৫০

অনলাইন   ডেস্ক:

দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা হিসেবে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার ইলিশ পাঠানোর এ অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বিষয়টি  নিশ্চিত করেছেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন।

তিনি বলেন, দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হচ্ছে। তবে এটি রফতানির কোনো বিষয় নয়। দুর্গাপূজা উপলক্ষে শুধু একবারই পাঠানো হবে।

তিনি বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতের কলকাতায় ইলিশ নিয়ে যাবেন। পরে সেখানকার বাজারে তা বিক্রি করবেন। মূলত কলকাতার বাজারেই এই ইলিশ বিক্রি হবে।

৫০০ মেট্রিক টন ইলিশ তো অনেক, দেশের বাজারে দাম বেড়ে যাবে, এমন প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব বলেন, কিছু করার নেই প্রতিবেশী দেশ হিসেবে তাদের দিয়েই খেতে হবে।এতে বাজারে দাম বাড়বে না। ইলিশের ব্যাপক সরবরাহ রয়েছে। আর ৫০০ মেট্রিক টন ইলিশ বেশি না।

মন্ত্রণালয় সূত্র জানায়, এসব ইলিশ ভারতের সরকারের কাছে আনুষ্ঠানিক কোনো হস্তান্তর নয়। মূলত ভারতের একটি ব্যবসায়ী গ্রুপ বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে এসব ইলিশ নিয়ে যাবে। শুধু পূজা উপলক্ষে এই অনুমতি দিয়েছে সরকার।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

তারিখবিহীন খাবার তৈরি, চাঁদপুরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

পূজায় কলকাতার বাজারে ৫০০ মেট্রিক টন ইলিশ দেবে বাংলাদেশ

আপডেট: ০৪:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯

অনলাইন   ডেস্ক:

দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা হিসেবে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার ইলিশ পাঠানোর এ অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বিষয়টি  নিশ্চিত করেছেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন।

তিনি বলেন, দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হচ্ছে। তবে এটি রফতানির কোনো বিষয় নয়। দুর্গাপূজা উপলক্ষে শুধু একবারই পাঠানো হবে।

তিনি বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতের কলকাতায় ইলিশ নিয়ে যাবেন। পরে সেখানকার বাজারে তা বিক্রি করবেন। মূলত কলকাতার বাজারেই এই ইলিশ বিক্রি হবে।

৫০০ মেট্রিক টন ইলিশ তো অনেক, দেশের বাজারে দাম বেড়ে যাবে, এমন প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব বলেন, কিছু করার নেই প্রতিবেশী দেশ হিসেবে তাদের দিয়েই খেতে হবে।এতে বাজারে দাম বাড়বে না। ইলিশের ব্যাপক সরবরাহ রয়েছে। আর ৫০০ মেট্রিক টন ইলিশ বেশি না।

মন্ত্রণালয় সূত্র জানায়, এসব ইলিশ ভারতের সরকারের কাছে আনুষ্ঠানিক কোনো হস্তান্তর নয়। মূলত ভারতের একটি ব্যবসায়ী গ্রুপ বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে এসব ইলিশ নিয়ে যাবে। শুধু পূজা উপলক্ষে এই অনুমতি দিয়েছে সরকার।