সুজন দাস :
হাজীগঞ্জ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা ২৭টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে বাংলাদেশ পূর্জা উদ্যাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখা ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে। আগামী ৪ অক্টোবর শুক্রবার ষষ্ঠীর মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে পূজা শুরু হয়ে ৮ অক্টোবর মঙ্গলবার দশমী শেষে দেবী দূর্গার বিসর্জনের মাধ্যমে শেষ হবে।
হাজীগঞ্জের পূর্জা মন্ডপ গুলি হচ্ছে পৌর এলাকার ১১টি মকিমাবাদে শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম পূজা মন্ডপ, মকিমাবাদ সার্বজনীন দূর্গা মন্দির পূজা মন্ডপ জমিদার বাড়ী, ত্রি-নয়নী সংঘ শ্রী শ্রী রাজা লক্ষ্মী নায়ায়ন জিউর আখড়া, ত্রিশূল সংঘ হাজীগঞ্জ পৌর মহাশ্মশান, নবদূর্গা সংঘ মকিমাবাদ মনোগোপাল সাহার বাড়ী, বলাখালে বলাখাল চৌধুরী বাড়ী, শীল বাড়ী, হরি সাহার বাড়ী, নদীদাস বাড়ী পূজা মন্ডপ, আলীগঞ্জ সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, প্রথম বারে মত এবার বলাখাল কানাই কারিগড় বাড়ীতে এবং পৌরসভার বাহিরে ১৬ টি পূজা ১নং রাজারগাঁও ইউনিয়নের ২টি পূজা মুকন্দসার সুত্রধর বাড়ী পূজা মন্ডপ ও মুকন্দসার জামিনীকান্ত কবিরাজ বাড়ী পূজা মন্ডপ, ২নং বাকিলা ইউনিয়নের ২টি পূজা বাকিলা বি.বি.রায় চৌধুরী বাড়ী পূজা মন্ডপ, বাকিলা মাখন লাল মন্ডল বাড়ী পূজা মন্ডপ, ৩নং কালচোঁ ইউনিয়নের ১টি পূজা রাজাপুর রামচন্দ্র দেবনাথ বাড়ি পূজা মন্ডপ, ৪নং কালচোঁ ইউনিয়নের ৩টি পূজা মন্ডপ হবে রামপুর চৌধুরী বাড়ী পূজা মন্ডপ ও একই ইউনিয়নের রামপুর দেবালয় অতুল চাঁন গোস্বামী বাড়ী পূজা মন্ডপ ও বড় বাড়ী রামপুর। ৫নং হাজীগঞ্জ সদরে একটি পূজা মন্ডপ উচ্চঙ্গা শ্রী শ্রী জয়রাম মন্দির, বেপারী বাড়ি। ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের ২টি পূজা হবে বড়কুল ঠাকুর বাড়ী পূজা মন্ডপ, একই ইউনিয়নের সোনাইমুড়ী সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ, ৭নং ইউনিয়নে কোন পূজা মন্ডপ হবে না। ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের ২টি পূজা মন্ডপ বেলঘর মজুমদার বাড়ী পূজা মন্ডপ ও একই ইউনিয়নের হাটিলা গঙ্গানগর গৌর নিতাই সেবাশ্রম পূজা মন্ডপ, ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ২টি পূজা মন্ডপ হবে মালিগাঁও ভরত চন্দ্র বেপারী বাড়ী পূজা মন্ডপ ও একই ইউনিয়নের হরিপুর রেজিঃ প্রাথমিক বিদ্যালয় মাঠ পূজা মন্ডপ, ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিনে কোন পূজা মন্ডপ না থাকায় কোন পূজা হবে না, দ্বাদশগ্রামে ইউনিয়নের একটি পূজা মন্ডপ নাছিরকোট চেঙ্গাতলী বাজার সূর্য্যমণি সরকার বাড়ী পূজা মন্ডপ।
শিরোনাম:
হাজীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ২৭টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে
Tag :
সর্বাধিক পঠিত