মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের হাটহাজারীতে দশ বছরের সাজাপ্রাপ্ত আবদুল মুবিন(৩৭) নামের এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।রবিবার(১সেপ্টেম্বর) রাত দশটার দিকে ইছাপুর বাজার থেকে দৌড়িয়ে পালানোর সময় প্রায় এক কিলোমিটার দুরত্বে গিয়ে তাকে আটক করে। আটককৃত পলাতক মুবিন উত্তর মেখল গরদারের বাড়ীর মৃত আবদুল ওহাবের পুত্র।
থানার ডিউটি অফিসার এ এস আই নুরুল আমিন জানান, অস্ত্র মামলায় পলাতক মুবিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরোদ্ধে অস্ত্র মামলা আইনে ১০ বছর ও মারামারির মামলায় ১ বছর সহ মোট ২ মামলায় ১১ বছরের সাজা হয়।যার নং ১৯(৭)১০। দীর্ঘ দিন সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে এস আই সামাদ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার সাথে এস আই জাহাঙ্গীর, এ এস আই নুরুল আমিন সহ সঙ্গীয় ফোর্স ছিলন।তার বিরোদ্ধে আরো সাতটি বিভিন্ন অপরাধের মামলা রয়েছে বলেও তিনি জানান।
হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর আটকের সত্যতা স্বীকার করে বলেন আটককৃত ব্যক্তিকে সকাল সাড়ে দশটার সময় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।