হাজীগঞ্জ গর্ভ. মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে দুদর্ষ চুরি

  • আপডেট: ১২:২৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯
  • ৩২

সুজন দাস
চাঁদপুরের হাজীগঞ্জ গর্ভ. মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে দুদর্ষ চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে চোরের দল অধ্যক্ষের টয়লেটের বেন্টিলেটর ভেঙ্গে তার কক্ষে প্রবেশ করে। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে চোরেরা অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে দুইটি ল্যাপটপ চুরি করে। তারা তাঁর কক্ষের ষ্টীলের আলমারীর তালা ও দরজা ভেঙ্গে ভিতরের গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করে ফেলে রাখে। পরে তারা শিক্ষকদের কক্ষে প্রবেশ করে একজন শিক্ষকের ডেস্কের তালা ভেঙ্গে ছয়শত টাকা নিয়ে যায়।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ পাইলট হাই স্কুল এন্ড কলেজের দুইজন নাইট গার্ড ইউছুফ আলী ও জয়নাল আবেদীন রাত্রে দায়িত্ব পালন করেন। ঘটনার দিন ইউছুফ আলী দায়িত্ব পালন করেননি বলে জানা গেছে। এ সুযোগে চোরেরা চুরির ঘটনা ঘটিয়েছে। নাইট গার্ড জয়নাল আবেদীন জানান, আমি প্রতিষ্ঠানের পূর্ব দিকের দুইটি ভবনের দায়িত্ব পালন করেছি। মূলভবনের দায়িত্বে ছিলেন ইউছুফ আলী। রোববার রাতে ইউছুফ আলী প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেননি।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আবু ছাইদ জানান, চুরির ঘটনায় থানায় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠান থেকে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া দুই নাইট গার্ডকে চুরি হওয়ার জন্য শোকজ করার সিদ্ধান্ত হয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, ঘটনার পর এসআই সঞ্জয় রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মূলত নাইট গার্ডের দায়িত্ব অবহেলার কারণে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

বড়কুলে ২৪ প্রহর ব্যাপী অখণ্ড মহানাম যজ্ঞ ও ২৪তম বার্ষিক উৎসবের আয়োজন

হাজীগঞ্জ গর্ভ. মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে দুদর্ষ চুরি

আপডেট: ১২:২৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯

সুজন দাস
চাঁদপুরের হাজীগঞ্জ গর্ভ. মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে দুদর্ষ চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে চোরের দল অধ্যক্ষের টয়লেটের বেন্টিলেটর ভেঙ্গে তার কক্ষে প্রবেশ করে। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে চোরেরা অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে দুইটি ল্যাপটপ চুরি করে। তারা তাঁর কক্ষের ষ্টীলের আলমারীর তালা ও দরজা ভেঙ্গে ভিতরের গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করে ফেলে রাখে। পরে তারা শিক্ষকদের কক্ষে প্রবেশ করে একজন শিক্ষকের ডেস্কের তালা ভেঙ্গে ছয়শত টাকা নিয়ে যায়।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ পাইলট হাই স্কুল এন্ড কলেজের দুইজন নাইট গার্ড ইউছুফ আলী ও জয়নাল আবেদীন রাত্রে দায়িত্ব পালন করেন। ঘটনার দিন ইউছুফ আলী দায়িত্ব পালন করেননি বলে জানা গেছে। এ সুযোগে চোরেরা চুরির ঘটনা ঘটিয়েছে। নাইট গার্ড জয়নাল আবেদীন জানান, আমি প্রতিষ্ঠানের পূর্ব দিকের দুইটি ভবনের দায়িত্ব পালন করেছি। মূলভবনের দায়িত্বে ছিলেন ইউছুফ আলী। রোববার রাতে ইউছুফ আলী প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেননি।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আবু ছাইদ জানান, চুরির ঘটনায় থানায় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠান থেকে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া দুই নাইট গার্ডকে চুরি হওয়ার জন্য শোকজ করার সিদ্ধান্ত হয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, ঘটনার পর এসআই সঞ্জয় রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মূলত নাইট গার্ডের দায়িত্ব অবহেলার কারণে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।