অনলাইন ডেস্ক:
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে রবিবার রাতে মেয়র ঢাকা ত্যাগ করেন।
ডিএসসিসি সূত্রে জানা যায়, শারীরিক সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে মালয়েশিয়া হয়ে সিঙ্গাপুর যাচ্ছেন মেয়র। সোমবার চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা না দিলে পর দিনই মেয়রের দেশে ফেরার কথা রয়েছে।
চিকিৎসার জন্য দেশের বাইরে থাকলেও চলমান ডেঙ্গু বা এর লার্ভা নিধন কার্যক্রম মনিটরিং করবেন মেয়র সাঈদ খোকন।