স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহ পৌর এলাকার মথুরাপুর এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের মথুরাপুর মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় ফেন্সিডিল। আটককৃতরা হলো-চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মামুনুর রহমান (২৫) ও মৃত. মকবুল হোসেনের ছেলে জেবুল হোসেন (২৬)। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চুয়াডাঙ্গা থেকে মাদকের একটি বড় চালান ঝিনাইদহে আসছে। এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ ডিবি পুলিশ ও সদর থানা পুলিশ মথুরাপুর এলাকায় চেকপোস্ট বসায়। এসময় চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী একটি মোটর সাইকেলের গতিরোধ করে তল্লাসী শুরু করলে আরোহী ২ জন ধারালো অস্ত্র গিয়ে পুলিশকে আঘাত করার চেষ্টা করে। পুলিশ আত্মরক্ষার্থে গুলিছোড়ে। এতে মামুনুর রহমান ও জেবুল হোসেন নামের ২ জন গুলিবিদ্ধ হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬৬ বোতল ফেন্সিডিল ও জব্দ করা হয় মাদক বহনকারী মোটর সাইকেল। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিরোনাম:
ঝিনাইদহের মথুরাপুর এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদক উদ্ধার
Tag :
সর্বাধিক পঠিত