সখের মোটর সাইকেল কেড়ে নিলো কিশোরের প্রাণ

  • আপডেট: ০৩:২৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯
  • ৪৪

অনলাইন ডেস্ক:

নাটোরের বাগাতিপাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক সারোয়ার হোসেন সাগর (১৫) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।

এ ঘটনায় একই মোটরসাইকেলে থাকা অপর আরোহী সৈকত আলী (১৫) আহত হয়েছে।

সোমবার বাগাতিপাড়া উপজেলার আড়ানী-পুঠিয়া সড়কের জামনগর পুলিশ ফাঁড়ির অদূরে পকেটখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সারোয়ার হোসেন সাগর বাগাতিপাড়া উপজেলার জামনগর মাঝপাড়া গ্রামের আহম্মদ আলী মাস্টারের ছেলে। আহত সৈকত আলী একই এলাকার পশ্চিম চরপাড়ার শৈয়ব আলীর ছেলে।

তারা দু’জনেই নাটোর শহরের চাঁদপুর মাদ্রাসার হেফজ শাখার ছাত্র ছিল। নিহত সারোয়ার হোসেন সাগর ১০ পারা কোরআনের হাফেজ ছিল বলে জানা গেছে।

আহত সৈকত আলী জানায়, বেলা সাড়ে ১০টার দিকে নিহত সাগর তার সহপাঠী সৈকতকে নিয়ে শখের বসে মোটরসাইকেল চালিয়ে রাজশাহীর পুঠিয়ার দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে অপর একটি মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এ সময় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই সাগর নিহত হয়।

বাগাতিপাড়া থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, আহত আরোহী সৈকতকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাগরের লাশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

বড়কুলে ২৪ প্রহর ব্যাপী অখণ্ড মহানাম যজ্ঞ ও ২৪তম বার্ষিক উৎসবের আয়োজন

সখের মোটর সাইকেল কেড়ে নিলো কিশোরের প্রাণ

আপডেট: ০৩:২৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯

অনলাইন ডেস্ক:

নাটোরের বাগাতিপাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক সারোয়ার হোসেন সাগর (১৫) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।

এ ঘটনায় একই মোটরসাইকেলে থাকা অপর আরোহী সৈকত আলী (১৫) আহত হয়েছে।

সোমবার বাগাতিপাড়া উপজেলার আড়ানী-পুঠিয়া সড়কের জামনগর পুলিশ ফাঁড়ির অদূরে পকেটখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সারোয়ার হোসেন সাগর বাগাতিপাড়া উপজেলার জামনগর মাঝপাড়া গ্রামের আহম্মদ আলী মাস্টারের ছেলে। আহত সৈকত আলী একই এলাকার পশ্চিম চরপাড়ার শৈয়ব আলীর ছেলে।

তারা দু’জনেই নাটোর শহরের চাঁদপুর মাদ্রাসার হেফজ শাখার ছাত্র ছিল। নিহত সারোয়ার হোসেন সাগর ১০ পারা কোরআনের হাফেজ ছিল বলে জানা গেছে।

আহত সৈকত আলী জানায়, বেলা সাড়ে ১০টার দিকে নিহত সাগর তার সহপাঠী সৈকতকে নিয়ে শখের বসে মোটরসাইকেল চালিয়ে রাজশাহীর পুঠিয়ার দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে অপর একটি মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এ সময় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই সাগর নিহত হয়।

বাগাতিপাড়া থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, আহত আরোহী সৈকতকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাগরের লাশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।