শরীফুল ইসলাম:
চাঁদপুর শহরের পুরাবাজারে ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে রাজ সাহা (১৫) নামে এক কিশোর নিখোজ হয়েছে।
বেলা দেড়টায় পুরানবাজার রয়েজ রোডস্থ তপাদার রাইছ মিলের ঘাটে এ ঘটনা ঘটে। নিখোজ হওয়ার ৩ ঘন্টা পর স্থানীয় ডুবরিদের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর পরিবারের লোকজন রাজকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।
জানা যায় রাজ সাহা পুরানবাজারের ঘোষপাড়ার ব্যবসায়ী শ্রীবাস সাহার ছেলে। সে পুরাবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ৯ম শ্রেনীর মেধাবী ছাত্র। সে রবিবার বন্ধুদের সাথে খেলাধূলা করে তপাদার অটো রাইচ মিলের ঘাটে ডাকাতিয়া নদীতে গোসল করতে যায়। রাজ সাহা সাতার জানতো না। সে নদীর কিনারায় গোসল করতে গিয়ে স্রোতের টানে দূরে চলে যায়। তার সাথে থাকা অনান্য বন্ধুরা তীরে উঠতে সক্ষম হলেও রাজ সাহা মুহূর্তেই তলিয়ে যায়।
পরে খবর ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের ডুবরি দলের জাহাজ। প্রায় ৩ ঘন্টা তাকে খুজতে চেষ্টা করে ডুবরি দল। পরে স্থানীয় ডুবরি দল চেষ্টা চালিয়ে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে তাকে উদ্ধার করে।
এদিকে নিখজের খবর ছড়িয়ে পরলে স্থানীয় নারী পুরুষ উৎসুক জনতা নদীর পাড়ে ভীর করে। পরিবারের একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে পরিবারজন পাগলপ্রায়। এসময় পিতা মাতার কান্নায় আকাশ ভারি হয়ে ওঠে।