ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জ লেখক ফোরাম’র ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মমতা আফরিন বলেন,‘উপজেলা পর্যায়ে একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ১৫ বছর পার করেছে, ভাবতেই ভালো লাগছে। এই সংগঠনের কার্যক্রম আমাকে এতোটাই মুগ্ধ করেছে যে, ইচ্ছে করলেই ফোরামকে উপেক্ষা করতে পারবো না। বাংলাদেশের যে খানেই আমার পোস্টিং হোক না কেন লেখক ফোরামকে আমি ভুলবো না।’ তিনি আরো বলেন,‘এ অঞ্চলের সুস্থ ধারার সংস্কৃতি চর্চার অগ্রণী দিকপাল ফরিদগঞ্জ লেখক ফোরাম। ১৫ বছর ধরে জাতীয় সত্তাকে প্রজ্জ্বলিত, উজ্জীবিত ও আলোড়িত করে দেশীয় স্বপ্নীল ঐতিহ্য ও গণমানুষের চেতনা বিকশিত করছে সংগঠনটি। লেখক ফোরাম একটি বহুমাত্রিক সংগঠন।’
গত ১৬ আগস্ট শুক্রবার বিকালে আইফা মিলনায়তে লেখক ফোরামের মহাপরিচালক নূরুল ইসলাম ফরহাদ’র পরিচালনায় সাহিত্য বিভাগের পরিচালক ফাতেমা আক্তার শিল্পীর সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। শুরুতে স্বরচিত কবিতা পাঠ করেন কবি পাবেল আল ইমরান, ফাতেমা আক্তার শিল্পী, ইয়াছিন দেওয়ান, মহসিন হাসান শুভ্র ও শামছুল ইসলাম রণি প্রমুখ। সাহিত্য উৎসব ২০১৯’র অংশ হিসেবে ঐ দিন সংগঠনের ১১ জনকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় বিতর্ক সংগঠক ও উপস্থাপক হিসেবে রাসেল হাসান, কবি ও প্রকাশক হিসেবে দন্তন্য ইসলাম, শিক্ষক হিসেবে ইলিয়াস বকুল ও মুনির হোসেন জুয়েল, লেখক ও সাংবাদিক হিসেবে নুরুন্নবী চৌধুরী, সাংবাদিকতায় আতাউর রহমান সোহাগ, কম্পিউটার ইঞ্জিনিয়ার আশরাফুর রহমান শাওন, সিভিল ইঞ্জিনিয়ার সোহেল রানা, সম্পাদনায় শিমুল জাবালি, লেখক ও সংগঠক নূরুল ইসলাম ফরহাদ ও সৈয়দ আমজাদ হোসেন (বিসিএস ক্যাডার, ৩৫তম ব্যাচ) কে সংগঠন ফুল এবং ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়। সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক শামিম হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকাস্থ চাঁদপুর সমিতির ট্রেজারার মো. খোরশেদ আলম, সাংবাদিক ও বিশিষ্ট্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফরিদ আহমেদ রিপন, ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সভাপতি নুরুন্নবী নোমান, বাংলাদেশ বেতার সাংবাদিক সংস্থার সভাপতি ও ফরিদগঞ্জ বার্তার সম্পাদক বিল্লাল হোসেন সাগর, বিশিষ্ট সমাজ সেবক হুমায়ুন কবির, ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সম্পাদক প্রবীর চক্রবর্তী ও সাহিত্যিক মোস্তফা কামাল মুকুল প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে ঈদ স্মৃতিচারণ করেন, সাবেক সভাপতি শফিকুর রহমান, মুহাম্মদ হোসেন মিলন, প্রকাশনা বিভাগের পরিচালক আবু সালেহ মো.বারাকাত উল্লা পাটোয়ারী, সামাজ কল্যান বিভাগের পরিচালক জাকির হোসেন সৈকত, সাংস্কৃতিক বিভাগের পরিচালক বাঁধন কুমার শীল, দপ্তর বিভাগের পরিচালক খাদিজা আক্তার রিভা, অর্থ বিভাগের উপ-পরিচালক খলিলুর রহমান, সাহিত্য বিভাগের উপ-পরিচালক ইয়াছিন দেওয়ান প্রমুখ