অনলাইন ডেস্ক:
নারায়ণগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অভিজিৎ সাহা (১১) নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
মৃত অভিজিৎ সাহা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ার মন্টু সাহা ও পদ্মা সাহা দম্পতির ছেলে। অভিজিৎ শহরের চাষাঢ়ার মাউন্টেন স্কুলে লেখাপড়া করতো।
অভিজিৎ সাহার পরিবার জানায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাত থেকে ঢাকার গেন্ডারিয়ার ধূপখোলার আজগর আলী হাসপাতালে ভর্তি ছিল অভিজিৎ।
রোববার রাতে অভিজিৎ সাহার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সোমবার সকালে তার মৃত্যু হয়। অভিজিৎ সাহার মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম। ছোট ছেলেকে হারিয়ে পাগলপ্রায় তার বাবা-মা।