ফরিদগঞ্জে পুলিশী বাঁধায় বিএনপির নবগঠিত কমিটির সভা পণ্ড

  • আপডেট: ১২:৪৪:১৩ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
  • ৮৬

নিজস্ব প্রতিনিধি॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফরিদগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা পুলিশী বাঁধার মুখে প- হয়ে গিয়েছে। অপরদিকে ঘোষিত কমিটির বিরুদ্ধে বিক্ষুব্ধরা পুলিশের বাঁধার মুখেও নির্ধারিত স্থানে না করলেও বিভিন্ন বিক্ষোভ মিছিল করেছে। শনিবার সকালে ফরিদগঞ্জে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত ২৮ জুলাই চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরীফ মোহাম্মদ ইউনুছকে আহ্বায়ক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন। এই কমিটির প্রথম সভা গতকাল শনিবার সকালে উপজেলার ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে হাঁসা গ্রামে আহ্বান করা হয়। হাঁসা গ্রামের আইলের রাস্তা এলাকায় সভার আয়োজন করা হলেও পুলিশের বাঁধার মুখে তার প- হয়ে যায়।
অপর দিকে তৃণমূলের সাথে কোনরূপ আলোচনা বা সভা না করেই পরিকল্পিত ভাবে কমিটি ঘোষনা দেয়ায় ক্ষিপ্ত হয়ে উঠা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও গতকাল শনিবার পাল্টা কর্মসূচী হিসেবে বিক্ষোভ মিছিলের ডাক দেয়। সেই ঘোষনা অনুযায়ী ফরিদগঞ্জ আলমদিনা এলাকায় নেতাকর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশে তাদের বাঁধা প্রদান করে। কিন্তু সেই স্থানে তারা মিছিল করতে না পারলেও তারা পৌর এলাকার কেরোয়া, বাসস্ট্যান্ড , চতুরাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে। তারা ঘোষিত অবৈধ কমিটি প্রত্যাখ্যান করে সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুন তাদের দুর্দদিনের কান্ডারি বলে দাবী করেন।
উপজেলা যুব দলের আহ্বায়ক যুগ্মআহ্বায়ক মাহফুজুর রহমান টিপু জানান, ঘোষিত কমিটি কোন ক্রমেই তৃণমূলের নেতাকর্মীদের চাহিদার সাথে সামঞ্জস্য নেই, তাই তৃণমূল বিক্ষুব্ধ। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, অনুমতি ছাড়া সভা আহ্বান মিছিল করা চেষ্টার কারণে বিএনপিকে কোন অনুষ্ঠান করতে দেয়া হয়নি

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

ফরিদগঞ্জে পুলিশী বাঁধায় বিএনপির নবগঠিত কমিটির সভা পণ্ড

আপডেট: ১২:৪৪:১৩ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯

নিজস্ব প্রতিনিধি॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফরিদগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা পুলিশী বাঁধার মুখে প- হয়ে গিয়েছে। অপরদিকে ঘোষিত কমিটির বিরুদ্ধে বিক্ষুব্ধরা পুলিশের বাঁধার মুখেও নির্ধারিত স্থানে না করলেও বিভিন্ন বিক্ষোভ মিছিল করেছে। শনিবার সকালে ফরিদগঞ্জে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত ২৮ জুলাই চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরীফ মোহাম্মদ ইউনুছকে আহ্বায়ক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন। এই কমিটির প্রথম সভা গতকাল শনিবার সকালে উপজেলার ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে হাঁসা গ্রামে আহ্বান করা হয়। হাঁসা গ্রামের আইলের রাস্তা এলাকায় সভার আয়োজন করা হলেও পুলিশের বাঁধার মুখে তার প- হয়ে যায়।
অপর দিকে তৃণমূলের সাথে কোনরূপ আলোচনা বা সভা না করেই পরিকল্পিত ভাবে কমিটি ঘোষনা দেয়ায় ক্ষিপ্ত হয়ে উঠা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও গতকাল শনিবার পাল্টা কর্মসূচী হিসেবে বিক্ষোভ মিছিলের ডাক দেয়। সেই ঘোষনা অনুযায়ী ফরিদগঞ্জ আলমদিনা এলাকায় নেতাকর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশে তাদের বাঁধা প্রদান করে। কিন্তু সেই স্থানে তারা মিছিল করতে না পারলেও তারা পৌর এলাকার কেরোয়া, বাসস্ট্যান্ড , চতুরাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে। তারা ঘোষিত অবৈধ কমিটি প্রত্যাখ্যান করে সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুন তাদের দুর্দদিনের কান্ডারি বলে দাবী করেন।
উপজেলা যুব দলের আহ্বায়ক যুগ্মআহ্বায়ক মাহফুজুর রহমান টিপু জানান, ঘোষিত কমিটি কোন ক্রমেই তৃণমূলের নেতাকর্মীদের চাহিদার সাথে সামঞ্জস্য নেই, তাই তৃণমূল বিক্ষুব্ধ। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, অনুমতি ছাড়া সভা আহ্বান মিছিল করা চেষ্টার কারণে বিএনপিকে কোন অনুষ্ঠান করতে দেয়া হয়নি