ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হাজীগঞ্জে বিয়ের ৪ মাসের মাথয় সন্তান প্রসবের ঘটনায় দুলাভাই আটক

  • আপডেট: ১১:৫৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪
  • ৩০

পুলিশের হাতে আটক কাউসার

চাঁদপুরের হাজীগঞ্জে বিয়ের মাত্র চারমাস পর এক নববধূর সন্তান প্রসবের ঘটনায় পুলিশ গৃহবধুর আপন দুলাভাই কাউসারকে আটক করেছে।

জানা গেছে, চার মাস পূর্বে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সাকছিপাড়া গ্রামের ওই তরুণীর সাথে পারিবারিকভাবে বিয়ে হয় প¦ার্শবর্তী বাকিলা ইউনিয়নের রাধাসার গ্রামের জনৈক এক যুবকের সাথে। বিয়ের পর স্বামীর বাড়িতে কিছুদিন থেকে ওই নববধূ বাবার বাড়িতে বেড়াতে যান।

 

গত ৩০ এপ্রিল স্ত্রীকে দেখতে শশুর বাড়ি সাকছিপাড়ায় বেড়াতে যান যুবক। ওই দিন স্ত্রীর পেট ব্যথা দেখা দিলে তিনি তার স্ত্রীকে নিয়ে হাজীগঞ্জ বাজারস্থ একটি বেসরকারি হাসপাতালে যান। সেখানে পরীক্ষা-নিরিক্ষায় তার স্ত্রী পেটে বাচ্চা এবং তা প্রসবের সময় হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

এর কিছুক্ষণ পরেই ওই নববধূ কন্যা সন্তান প্রসব করেন এবং কয়েকদনি পর তিনি হাসপাতাল থেকে নবজাতক সন্তানকে নিয়ে বাবার বাড়িতে গেলে চারদিকে কানাঘুষা শুরু হয়। এভাবেই এক কান, দুইকান করে এখন ওই নববধূর বাবার বাড়ি ও স্বামীর বাড়ির পুরো গ্রামের সন্তান প্রসবের খবর চাউর হয়।

এ ব্যাপারে ওই নববধূর সাথে সংবাদকর্মীদের কথা হলে তিনি প্রথমে কথা বলতে চাননি। পরে তিনি সংবাদকর্মীদের জানান, বড় বোনের জামাই (স্বামী) কাউছার একাধিকবার তার মুখচাপা দিয়ে শারিরিক সর্ম্পক করেছেন। তিনি ইজ্জত-সম্মানের ভয়ে কাউকে কিছু জানান নি।

এ দিকে এ বিষয়ে ওই নববধুর বড় বোন সংবাদকর্মীদের বলেন, তার স্বামী কাউছার যৌতুকের দাবীতে তাকে শারিরিক ও মানসিক নির্যাতন করতেন। এমন অভিযোগি তিনি স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন। এই সুযোগে তার আপন ছোট বোনের সাথে অবৈধভাবে শারিরীক সম্পর্কে লিপ্ত হন স্বামী কাউছার।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ বলেন, অপরাধী দুলাভাই কাউসারকে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে ধর্ষণ মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :
সর্বাধিক পঠিত

বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত

হাজীগঞ্জে বিয়ের ৪ মাসের মাথয় সন্তান প্রসবের ঘটনায় দুলাভাই আটক

আপডেট: ১১:৫৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪

চাঁদপুরের হাজীগঞ্জে বিয়ের মাত্র চারমাস পর এক নববধূর সন্তান প্রসবের ঘটনায় পুলিশ গৃহবধুর আপন দুলাভাই কাউসারকে আটক করেছে।

জানা গেছে, চার মাস পূর্বে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সাকছিপাড়া গ্রামের ওই তরুণীর সাথে পারিবারিকভাবে বিয়ে হয় প¦ার্শবর্তী বাকিলা ইউনিয়নের রাধাসার গ্রামের জনৈক এক যুবকের সাথে। বিয়ের পর স্বামীর বাড়িতে কিছুদিন থেকে ওই নববধূ বাবার বাড়িতে বেড়াতে যান।

 

গত ৩০ এপ্রিল স্ত্রীকে দেখতে শশুর বাড়ি সাকছিপাড়ায় বেড়াতে যান যুবক। ওই দিন স্ত্রীর পেট ব্যথা দেখা দিলে তিনি তার স্ত্রীকে নিয়ে হাজীগঞ্জ বাজারস্থ একটি বেসরকারি হাসপাতালে যান। সেখানে পরীক্ষা-নিরিক্ষায় তার স্ত্রী পেটে বাচ্চা এবং তা প্রসবের সময় হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

এর কিছুক্ষণ পরেই ওই নববধূ কন্যা সন্তান প্রসব করেন এবং কয়েকদনি পর তিনি হাসপাতাল থেকে নবজাতক সন্তানকে নিয়ে বাবার বাড়িতে গেলে চারদিকে কানাঘুষা শুরু হয়। এভাবেই এক কান, দুইকান করে এখন ওই নববধূর বাবার বাড়ি ও স্বামীর বাড়ির পুরো গ্রামের সন্তান প্রসবের খবর চাউর হয়।

এ ব্যাপারে ওই নববধূর সাথে সংবাদকর্মীদের কথা হলে তিনি প্রথমে কথা বলতে চাননি। পরে তিনি সংবাদকর্মীদের জানান, বড় বোনের জামাই (স্বামী) কাউছার একাধিকবার তার মুখচাপা দিয়ে শারিরিক সর্ম্পক করেছেন। তিনি ইজ্জত-সম্মানের ভয়ে কাউকে কিছু জানান নি।

এ দিকে এ বিষয়ে ওই নববধুর বড় বোন সংবাদকর্মীদের বলেন, তার স্বামী কাউছার যৌতুকের দাবীতে তাকে শারিরিক ও মানসিক নির্যাতন করতেন। এমন অভিযোগি তিনি স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন। এই সুযোগে তার আপন ছোট বোনের সাথে অবৈধভাবে শারিরীক সম্পর্কে লিপ্ত হন স্বামী কাউছার।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ বলেন, অপরাধী দুলাভাই কাউসারকে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে ধর্ষণ মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।