হাজীগঞ্জে ৮ বছরের সাজাপ্রাপ্ত শীর্ষ ডাকাত সর্দার শিপন গ্রেফতার

  • আপডেট: ১২:০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
  • ৪৬

পুলিশের হাতে আটক শীর্ষ ডাকাত সর্দার, সাজাপ্রপ্ত আসামী ডাকাত সর্দার শিপন

হাজীগঞ্জে ৮ বছরের সাজাপ্রাপ্ত ও ২ মামলার ওয়ারেন্টভুক্ত আন্তঃজেলা ডাকাত সর্দার শিপনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে তাকে পৌরসভাধীন বলাখাল বাজার সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, শিপন উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের নাসিরকোট গ্রামের আমির কাজীর ছেলে। সে হাজীগঞ্জসহ চাঁদপুর জেলা ও প¦ার্শবর্তী বিভিন্ন জেলায় ডাকাতি করে থাকে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আদালত কর্তৃক তার ৮ বছরের সাজা ও দুইটি মামলার ওয়ারেন্ট রয়েছে।

শিপন পালিয়ে থাকার কারণে এবং তার সোর্সের মাধ্যমে খবর পাওয়ায় পুলিশ দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতার করতে না পারলেও শেষ রক্ষা হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে তাকে হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল বাজার সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করেন, হাজীগঞ্জ থানার এসআই নাজিম উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, শনিবার তাকে আদালতে সোপর্দ করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। তিনি বলেন, তার দেওয়া তথ্যগুলো যাচাই এবং তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

চাঁদপুরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

হাজীগঞ্জে ৮ বছরের সাজাপ্রাপ্ত শীর্ষ ডাকাত সর্দার শিপন গ্রেফতার

আপডেট: ১২:০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪

হাজীগঞ্জে ৮ বছরের সাজাপ্রাপ্ত ও ২ মামলার ওয়ারেন্টভুক্ত আন্তঃজেলা ডাকাত সর্দার শিপনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে তাকে পৌরসভাধীন বলাখাল বাজার সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, শিপন উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের নাসিরকোট গ্রামের আমির কাজীর ছেলে। সে হাজীগঞ্জসহ চাঁদপুর জেলা ও প¦ার্শবর্তী বিভিন্ন জেলায় ডাকাতি করে থাকে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আদালত কর্তৃক তার ৮ বছরের সাজা ও দুইটি মামলার ওয়ারেন্ট রয়েছে।

শিপন পালিয়ে থাকার কারণে এবং তার সোর্সের মাধ্যমে খবর পাওয়ায় পুলিশ দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতার করতে না পারলেও শেষ রক্ষা হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে তাকে হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল বাজার সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করেন, হাজীগঞ্জ থানার এসআই নাজিম উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, শনিবার তাকে আদালতে সোপর্দ করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। তিনি বলেন, তার দেওয়া তথ্যগুলো যাচাই এবং তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।