ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

  • আপডেট: ০৮:২৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯
  • ১২৯

অনলাইন ডেস্ক:

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য নিজেদের ঘরবাড়ি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন তিনি।

আজ মঙ্গলবার আওয়ামী লীগের বিশেষ জরুরি সভায় লন্ডন সফরে থাকা প্রধানমন্ত্রী টেলিকনফারেন্সের মাধ্যমে দেশবাসীকে এ আহ্বান জানান।

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, বছরের শুরু থেকে গতকাল সোমবার পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৬৩৭ জন ডেঙ্গু রোগী। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন তিন হাজার ৮৪৭ জন। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে ৯ হাজার ৭৮২ জন ছাড়পত্র পেয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এছাড়া, এ সময় গুজবে কান না দেয়ার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। কেউ যদি অন্যায় করে তাকে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করুন।

দেশে উৎপাদিত দুধ ও দুগ্ধজাত পণ্যের বিষয়ে আমদানিকারকদের কোনো কারসাজি আছে কি না -সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া আইসক্রিম-দধি তৈরী, ব্যবসায়ীকে জরিমানা

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট: ০৮:২৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯

অনলাইন ডেস্ক:

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য নিজেদের ঘরবাড়ি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন তিনি।

আজ মঙ্গলবার আওয়ামী লীগের বিশেষ জরুরি সভায় লন্ডন সফরে থাকা প্রধানমন্ত্রী টেলিকনফারেন্সের মাধ্যমে দেশবাসীকে এ আহ্বান জানান।

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, বছরের শুরু থেকে গতকাল সোমবার পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৬৩৭ জন ডেঙ্গু রোগী। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন তিন হাজার ৮৪৭ জন। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে ৯ হাজার ৭৮২ জন ছাড়পত্র পেয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এছাড়া, এ সময় গুজবে কান না দেয়ার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। কেউ যদি অন্যায় করে তাকে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করুন।

দেশে উৎপাদিত দুধ ও দুগ্ধজাত পণ্যের বিষয়ে আমদানিকারকদের কোনো কারসাজি আছে কি না -সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।