তীব্র তাপদাহে সড়কের তাপ কমাতে সড়কে পানি ছিটাচ্ছে হাজীগঞ্জ পৌরসভা

  • আপডেট: ১১:০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
  • ৪৩

ছবি-নতুনেরকথা।

তীব্র তাপদাহে অতিষ্ঠ দেশের মানুষ। বিমর্ষ প্রাণ প্রকৃতি। বৈশাখের খরতাপে প্রাণ ওষ্ঠাগত হলেও জীবিকার তাগিদে রাস্তায় নামতে হচ্ছে মানুষকে। এতে অনেকেই হিট স্ট্রোকে প্রাণ হারাচ্ছেন। এমতাবস্থায় পরিবেশ কিছুটা ঠাণ্ডা রাখতে হাজীগঞ্জ বাজারসহ পৌরসভাধীন হাট-বাজারগুলোতে সড়কে পানি ছিটানোর কাজ করছে পৌরসভা।

জানা গেছে, দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে পুড়ছে মানুষ। আর প্রচণ্ড গরমে প্রতিটি সড়ক যেন অগ্নিকুণ্ড। এমন অবস্থায় পৌর মেয়রের নির্দেশনায় সড়কের তাপ কমাতে এবং হাট-বাজারে আসা সাধারণ মানুষ, পথচারী, শ্রমিক-দিনমজুর ও পরিবহণ চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে স্বস্তি দিতে সড়কে পানি ছিটানো হয়েছে।

সোমবার সকালে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের পক্ষে পানি ছিটানোর উদ্বোধন করেন, পৌর প্যানেল মেয়র-১ মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী। এসময় পৌরসভার সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ ও পয়ঃনিস্কাশন) মো. মাহবুবর রশীদ, বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ ও পয়ঃনিস্কাশন) মো. মাহবুবর রশীদ জানান, তীব্র তাপপ্রবাহে সড়কের তাপ কমাতে এবং মানুষকে স্বস্তি দিতে মেয়র মহোদয়ের নির্দেশনায় সড়কে পানি ছিটানো হচ্ছে। তিনি বলেন, আজ (সোমবার) ১০ হাজার লিটার পানি ছিটানো হয়েছে। তাপদাহ না কমা পর্যন্ত এ পানি ছিটানো কার্যক্রম চলবে।

উল্লেখ্য, আবহাওয়াবিদরা জানিয়েছেন, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলায় অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী জেলাসহ খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা বিভাগের ওপর দিয়ে তীব্র এবং ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, কক্সবাজার, চাঁদপুর ও রাঙ্গামাটি জেলাসহ বরিশাল বিভাগ এবং রাজশাহী বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

বড়কুলে ২৪ প্রহর ব্যাপী অখণ্ড মহানাম যজ্ঞ ও ২৪তম বার্ষিক উৎসবের আয়োজন

তীব্র তাপদাহে সড়কের তাপ কমাতে সড়কে পানি ছিটাচ্ছে হাজীগঞ্জ পৌরসভা

আপডেট: ১১:০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

তীব্র তাপদাহে অতিষ্ঠ দেশের মানুষ। বিমর্ষ প্রাণ প্রকৃতি। বৈশাখের খরতাপে প্রাণ ওষ্ঠাগত হলেও জীবিকার তাগিদে রাস্তায় নামতে হচ্ছে মানুষকে। এতে অনেকেই হিট স্ট্রোকে প্রাণ হারাচ্ছেন। এমতাবস্থায় পরিবেশ কিছুটা ঠাণ্ডা রাখতে হাজীগঞ্জ বাজারসহ পৌরসভাধীন হাট-বাজারগুলোতে সড়কে পানি ছিটানোর কাজ করছে পৌরসভা।

জানা গেছে, দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে পুড়ছে মানুষ। আর প্রচণ্ড গরমে প্রতিটি সড়ক যেন অগ্নিকুণ্ড। এমন অবস্থায় পৌর মেয়রের নির্দেশনায় সড়কের তাপ কমাতে এবং হাট-বাজারে আসা সাধারণ মানুষ, পথচারী, শ্রমিক-দিনমজুর ও পরিবহণ চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে স্বস্তি দিতে সড়কে পানি ছিটানো হয়েছে।

সোমবার সকালে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের পক্ষে পানি ছিটানোর উদ্বোধন করেন, পৌর প্যানেল মেয়র-১ মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী। এসময় পৌরসভার সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ ও পয়ঃনিস্কাশন) মো. মাহবুবর রশীদ, বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ ও পয়ঃনিস্কাশন) মো. মাহবুবর রশীদ জানান, তীব্র তাপপ্রবাহে সড়কের তাপ কমাতে এবং মানুষকে স্বস্তি দিতে মেয়র মহোদয়ের নির্দেশনায় সড়কে পানি ছিটানো হচ্ছে। তিনি বলেন, আজ (সোমবার) ১০ হাজার লিটার পানি ছিটানো হয়েছে। তাপদাহ না কমা পর্যন্ত এ পানি ছিটানো কার্যক্রম চলবে।

উল্লেখ্য, আবহাওয়াবিদরা জানিয়েছেন, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলায় অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী জেলাসহ খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা বিভাগের ওপর দিয়ে তীব্র এবং ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, কক্সবাজার, চাঁদপুর ও রাঙ্গামাটি জেলাসহ বরিশাল বিভাগ এবং রাজশাহী বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।