চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম পিপিএম) এর সাথে জাতীয় সাংবাদিক সংস্থার চাঁদপুর জেলা শাখার নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনে কক্ষে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন এসপি মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বক্তব্যে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করা হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রতিদিনই বিভিন্ন অভিযানে বিপুল পরিমান মাদক ও এর সাথে জড়িৎ ব্যাক্তিদের ধরে আইনের আওয়তায় আনা হচ্ছে। এ বিষয়ে আপনাদের কোন সুনিদিষ্ট অভিযোগ থাকলে আমাদের জানাতে পারেন, অনেক ক্ষেত্রে ব্যাক্তিগত গোপনীয়তার জন্য অনেক কিছু পুলিশকে জানান না। আমি কথা দিচ্ছি অপরাধ দমনে যে কোন ব্যাক্তির দেওয়া তথ্য গোপন রেখে কাজ করা হবে। প্রয়োজনবোধে সরাসরি আমাকে আপনারা ফোনে জানাবেন।
সাংবাদিকগণের বক্তব্য শুনে প্রতিটি বক্তব্যের ব্যখ্যা দিয়ে এসপি আরও বলেন, আপনারা মাদক, ইফটিজিং, বাল্যবিবাহ, শহরের যানজট বিষয়ে সুনির্দিষ্ট কিছু মতামত দিয়েছেন। একসকল বিষয় নোট ডাউন করেছি অলরেডি আমি যোগদানের পর বিভিন্ন উপজেলায় স্বল্প সময়ের জন্য গিয়েছি পরবর্তীতে আরও সময় নিয়ে উপজেলাগুলোতে গিয়ে সকল বিষয়ে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিচ্ছি। আপনারা সাংবাদিক সমাজ বিভিন্ন দিক তুলে ধরেন সকল বিষয়ে আমাকে অবহিত করবেন তাহলে ব্যবস্থা গ্রহনে সুবিধা হবে।
জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলার শাখার সাধারণ সম্পাদব অভিজিত রায়ের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) প্রশাসন সুদীপ্ত রায়, জাতীয় সাংবাদিক সংস্থার চাঁদপুর জেলার সভাপতি এম এম কামাল, সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন, সিনিয়র সহ সভাপতি ফাহিম শাহরিন কৌশিক, সহ সভাপতি জি এম কাদের, যুগ্ম সম্পাদক রাজিব চন্দ্র শীল, শাহরাস্থি উপজেলার সভাপতি জসিম উদ্দিন ।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস রাশেদ চৌধুরী, ডি আই ওয়ান মনিরুল ইসলাম, এএসপি মনীষ দাস
সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াসিন পাটওয়ারী, দপ্তর সম্পাদক মোঃ আরিফ হোসেন শান্ত, সহ-দপ্তর সম্পাদক মোঃ রিজভী চৌধুরী, আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক এ এম যোবায়ের, সহ-অর্থ সম্পাদক জাতীয় মোঃ জসিম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হাবিবুর রহমান লিটু, এডভোকেট আবুল হাছানাত, এডভোকেট কবির চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক আমেনা বেগম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মজিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হাছান আলী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ খোরশেদ আলম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ জসিম মেহেদী, কার্যনির্বাহী সদস্য মোঃ শাহাদাৎ হোসেন রতন, সমির ভট্টাচার্য, মোঃ আলী আশরাফ ভূঁইয়া, মোঃ মাসুদ সরকার, মেহেদী হাসান বাবু ও শরিফুল ইসলাম রিংকু, সাধারণ সদস্য আমান উল্লাহ আমান, শাহরাস্তি উপকমিটির সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন, সাধরন সদস্য হাজীগঞ্জ সাঈদুল ইসলাম, মোঃ নাসির উদ্দীন কচুয়া,সহসম্পাদক, আইএনএন২৪ বিডিডটকম প্রতিনিধি মোঃ সুমন বেপারীরউপস্থিত ছিলেন।