মুহাম্মদ বাদশা ভূঁইয়া: চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে উপমহাদেশের প্রাচীনতম দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন সকাল সাড়ে ৭টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮ টায় দলীয় কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
বিকেল ৪ টায় চাঁদপুর শহরের হাসান আলী হাইস্কুল মাঠে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
তিনি বলেন, আওয়ামী লীগের জন্মই হয়েছে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। এদেশের সকল আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে আওয়ামীলীগ। আওয়ামীলীগ এদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল।বাংলাদেশ আজকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ। পদ্মা সেতু হয়েছে নিজস্ব অর্থায়নে। এটি আমাদের গর্বের। সকল দ্বিধাদ্বন্দ্ব ভূলে সবাইকে আওয়ামী লীগের ছায়া তলে আসতে হবে। মনে রাখবেন জননেত্রী শেখ হাসিনা আমাদের নেত্রী এর বাইরে আমাদের কোন নেতা নেই। সামনে জাতীয় নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি যদি কোন নাশকতা করার চেষ্টা করে তাহলে আমরা তার সময়োচিত জবাব দিব।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের জন্ম হওয়ার মধ্য দিয়েই বাংলাদেশের সৃষ্টি। আওয়ামী লীগের গঠনতন্ত্রে বাংলার মানুষের নিরাপত্তা, মানুষের অধিকার ওতপ্রোত ভাবে জরিত। এই সংগঠনটি গঠন হয়েছিলো বলেই বাংলাদেশ আজ স্বাধীন। বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দল ভূমিকা রেখেছে বিদায় আমরা বাঙ্গালি। আওয়ামী লীগ সরকার ক্ষুধা-দারিদ্র্য-সন্ত্রাস- দুর্নীতি -নিরক্ষরতা, সমৃদ্ধ, শান্তিপূর্ণ, অসাম্প্রদায়িক ও কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। স্বাধীনতা ও গণতন্ত্র বিরোধী অপশক্তি এখনও জনগণের এই উন্নয়নকে নস্যাৎ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিবে এ আমাদের দৃঢ় বিশ্বাস।
সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু আওয়ামী লীগের কেও কোন ক্ষতি করতে পারেনি। আওয়ামী লীগ দুই প্রকারের। কেও আছেন জাতীর পিতার আদর্শ বাস্তবতায়নে আবার কেও আছে নিজেদের স্বার্থ হাসিলে। এই নীতি পরিহার করতে হবে।মনে রাখবেন আওয়ামী লীগের একটি নীতি ও আদর্শ রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এদেশের জন্য আশীর্বাদ। কারণ তিনি তার মেধা ও শ্রম দিয়ে এদেশকে আজকে মর্যাদাশীল জায়গায় নিয়ে এসেছেন। এটি একমাত্র তার দূরদর্শী নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। তিনি জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। যাতে এই দেশের মানুষ অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারে।
তিনি আরও বলেন, আমরা আওয়ামী পরিবার এক এবং অভিন্ন। দলের এবং দেশের প্রয়োজনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাধীনতার পরাজিত শক্তিরা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। পঁচাত্তরের অপশক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। স্বাধীনতার পর থেকে দেশ বিরোধীদের ষড়যন্ত্র সত্ত্বেও বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস্তুপ থেকে উঠে এসে স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। প্রতিষ্ঠা থেকে শুরু করে এ পর্যন্ত নানা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ আমাদের সমাজ-রাজনীতির এ ধারাকে নিরবচ্ছিন্নভাবে এগিয়ে নিচ্ছে।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী আব্দুর রব ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান উল্ল্যাহ আখন্দ, সাংগঠনিক সম্পাদক শাহীর হোসেন পাটোয়ারী, সদস্য মুক্তিযোদ্ধা মো. মুনির আহমেদ, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য গাজী মোঃ মাঈনুদ্দিন, শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুল মালেক দেওয়ান, জেলা শ্রমিক লীগের সভাপতি মাহাবুবুর রহমান, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, সিনিয়র যুগ্ন আহবায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর,
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সন্তোষ দাস,আলহাজ্ব আব্দুর রশীদ সর্দার, মঞ্জুর আহমেদ মঞ্জু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশীদ সাগর, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বিল্লার হোসেন, সদস্য অ্যাড. বদিউজ্জামাল কিরণ, আলহাজ বেলায়েত হোসেন গাজী বিল্লার, শরীফ হোসেন পাটওয়ারী, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেব সরকারসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা।
সমাবেশ শেষে হাসান আলী হাইস্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে শেষ হয়। বর্ণাঢ্য র্যালি শেষে কেক কেটে ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।