চাঁদপুরে দেড় হাজার কেজি পাঙ্গাসের পোনা জব্দ

  • আপডেট: ০৭:৩৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
  • ৩৭

নিজস্ব প্রতিনিধি ॥

চাঁদপুরের তিন নদীর মোহনার পশ্চিমে মেঘনা নদীর চর এলাকা ১ হাজার ৫০০ কেজি (৩৭.৫মণ) পাঙ্গাসের পোনা জব্দ করেছে কোস্টগার্ড।
সোমবার (১ মে) সকাল সাড়ে ৭টার দিকে কোস্টগার্ড ও সদর উপজেলা মৎস্য বিভাগ এই যৌথ অভিযান পরিচালনা করে।

দুপুরে কোস্টগার্ড ঢাকা জোনের লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৭টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর সদরের মোহনা সংলগ্ন মিনি কক্সবাজার এলাকায় মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩টি পাঙ্গাস পোনা নিধনের চাইসহ আনুমানিক ১ হাজার ৫০০ কেজি পাঙ্গাসের পোনার জব্দ করা হয়।

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম অভিযানে উপস্থিত ছিলেন। পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত পাঙ্গাসের পোনা স্থানীয় এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয় এবং চাইগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

বড়কুলে ২৪ প্রহর ব্যাপী অখণ্ড মহানাম যজ্ঞ ও ২৪তম বার্ষিক উৎসবের আয়োজন

চাঁদপুরে দেড় হাজার কেজি পাঙ্গাসের পোনা জব্দ

আপডেট: ০৭:৩৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩

নিজস্ব প্রতিনিধি ॥

চাঁদপুরের তিন নদীর মোহনার পশ্চিমে মেঘনা নদীর চর এলাকা ১ হাজার ৫০০ কেজি (৩৭.৫মণ) পাঙ্গাসের পোনা জব্দ করেছে কোস্টগার্ড।
সোমবার (১ মে) সকাল সাড়ে ৭টার দিকে কোস্টগার্ড ও সদর উপজেলা মৎস্য বিভাগ এই যৌথ অভিযান পরিচালনা করে।

দুপুরে কোস্টগার্ড ঢাকা জোনের লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৭টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর সদরের মোহনা সংলগ্ন মিনি কক্সবাজার এলাকায় মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩টি পাঙ্গাস পোনা নিধনের চাইসহ আনুমানিক ১ হাজার ৫০০ কেজি পাঙ্গাসের পোনার জব্দ করা হয়।

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম অভিযানে উপস্থিত ছিলেন। পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত পাঙ্গাসের পোনা স্থানীয় এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয় এবং চাইগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।