মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ
আজকের এই দিনে আমি গভীরভাবে শ্রদ্ধার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি, তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর প্রদর্শিত পথ ধরে বাঙালি জাতিকে মুক্তির চেতনায় উজ্জীবিত করে, এগিয়ে চলেছে, উন্নতি ও সমৃদ্ধির পথে। আমি আশা করব তার সেই প্রচেষ্টা সফল হবে, আমরা সবাই তাকে এ প্রচেষ্টায় সমর্থন দিয়ে যাব। আমি আশা করবো বিশ্বের মানুষ বঙ্গবন্ধুর ভাষণটি কে যেভাবে স্বীকৃতি দিয়েছে, ইউন্সেকো যেভাবে স্বীকৃতি দিয়েছে, নতুন প্রজন্ম যেন সেটা অনুধাবন করবে। তবেই এ প্রচেষ্টা সফল হবে।
একটি জাতি কিভাবে বুকের রক্ত ঢেলে দিয়ে মাতৃভূমিকে স্বাধীন করার জন্য উজ্জীবিত হয়েছিল। উপরোক্ত কথাগুলো বলেছেন মহান মুক্তিযুদ্ধের 1 নং সেক্টর কমান্ডার সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী চাঁদপুর–৫( শাহরাস্তি হাজিগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম তিনি সোমবার সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
উপজেলা নির্বাহি কর্মকর্তা শিরিন আক্তারের সভাপতিত্বে সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালী, পৌর মেয়র আলহাজ্ব আবদুল লতিফ, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান, মহিলা ভাইস চেয়ানম্যান কামরুন্নাহার কাজল, তোফায়েল আহমেদ ইরান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল মন্নান বি এস সি,উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান।
প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাসুদুর রহমান, সমাজ সেবে কর্মকর্তা মোঃ আবু ইসহাক,মৎস্যকর্মকর্তা মোঃ তৌসিব উদ্দীন, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মোবারক হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ চৌধুরী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান ভূঁইয়া, সমবায় কর্মকর্তা মোঃ মোতালেব খানঁ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মমিনুল হক বকাউন, পরিসংখ্যান কর্মকর্তা অনামিকা ভদ্র, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল খন্দকার, শাহরাস্তি উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোহাম্মদ রুবেল, উপজেলা পরিষদের সিএ মোঃ শাহাবুদ্দিন, শ্রী তুলসী পশ্চিম ইউনিয়ন এর চেয়ারম্যান দুবাই বীর বাহাদুর, চিতোষী পূর্ব ইউনিয়ন এর চেয়ারম্যান মোহাম্মদ আলম বেলাল, সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন হেলাল, সূচীপাড় উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার, টামটা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম, মানিক দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ডাক্তার মোঃ আব্দুর রাজ্জাক, রায়শ্রী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন প্রমুখ আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে ঐতিহাসিক ৭ই মার্চ ভাষন, কবিতা আবৃতি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।