মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ
শাহরাস্তিতে খামারিদের প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে বুধবার( ১৬ ফেব্রুয়ারি) দুপুরে শাহারাস্তির পৌরশহর মেহের কালীবাড়ি মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়।
প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় নিয়ে আসা হয়েছে উন্নত প্রজাতির গরু, ছাগল, ভেড়া, , ময়না পাখি, টিয়া, কবুতরসহ বিভিন্ন ধরনের পশু-পাখি। মেলা দেখতে সকাল থেকে সাধারণ মানুষ ভিড় করতে শুরু করে।
প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় এ উপজেলার খামারিরা তাদের পোষা উন্নতজাতের গরু , ছাগল, ভেড়া, পাখি, ময়না, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি নিয়ে আসেন স্টলে।এ মেলায় ৩০টি স্টল রয়েছে বিভিন্ন প্রজাতির পশু-পাখি।
৩০ জন খামারি অংশগ্রহণ করছেন মেলায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে টেলিকনপারেন্সে যুক্ত ছিলেন (চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজিগঞ্জ) আসনের সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এম পি।উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমজাদ হোসেন এর সভাপতিত্বে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহর কাজল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ মাসুদুর রহমান,পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মোবারক হোসেন খাঁন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, শাহারাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মাসুদ রানা, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ডাক্তার মোঃ আব্দুর রাজ্জাক, উত্তর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, মেহের দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, টামটা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন দর্জি, চিতোষীপূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলম বেলাল, চিতোষী পশ্চিম ইউনিয়ন এর চেয়ারম্যান জুবায়েদ কবির বাহাদুর, সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মাহতব উদ্দিন হেলাল প্রমূখ।