• ঢাকা
  • রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২১
সর্বশেষ আপডেট : ৪ নভেম্বর, ২০২১

মানব সেবায় তোমাদের সুন্দর ভবিষ্যৎ ভূমিকা আশা করছিঃ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

মোঃ জামাল হোসেনঃ

শাহরাস্তি ও হাজীগঞ্জের ২০ জন বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষা উত্তীর্ণ ডাক্তারদের সম্বর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

শাহরাস্তির ১৩ জন ও হাজীগঞ্জের ৭ জন সহ মোট ২০ জন মেধাবী বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ ডাক্তারদের ৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে নাওড়া এলাকার পাটোয়ারী বাড়িতে সংসদ-সদস্য মহোদয়ের বাস ভবনে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেন প্রধান অতিথি সংসদ সদস্য, শাহরাস্তি-হাজিগঞ্জ চাঁদপুর-৫, মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

প্রধান অতিথির বক্তব্যে বলেন মানব সেবায় তোমাদের সুন্দর ভবিষ্যৎ ভূমিকা আশা করছি, তোমাদের পিতা-মাতা বহুকষ্টের বিনিময় ও সম্পত্তি বিক্রি করে তোমাদেরকে লেখাপড়া করিয়ে আজ মানুষ করেছে, তোমরা স্বচ্ছতা ও সততা দেখিয়ে মানুষের সেবা করে যাবে। কেউ তোমাদের কে পিছিয়ে ফেলতে পারবে না। গরীব-দুঃখী মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে, সু -চিকিৎসা আশায় তোমাদের কাছে যাচ্ছে। তোমরা তোমাদের আন্তরিকতার মাধ্যমে সু-চিকিৎসা করিয়ে যাবে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম চৌধুরী, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, আবদুল মান্নান, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সূচীপাড়া উত্তর ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা কামাল মজুমদার।

সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, যুগ্ন আহবায়ক মোঃ ওমর ফারুক দর্জি, পৌর যুবলীগের আহবায়ক মোঃ রেজাউল করিম বাবুল, সাবেক যুবলীগ নেতা প্রভাংশু বিমল সুমনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। শুভেচ্ছা বিনিময় শেষে শাহরাস্তি-হাজীগঞ্জের ২০ জন ৪২তম বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ ডাক্তারদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি।

৪২ তম বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষা উত্তীর্ণ ডাক্তাররা হলেন নুসরাত জাহান মিরা, আল মুক্তাদির ফয়সাল, একেএম রাশেদুল করিম, তাসনুরা মরিয়ম, মারিয়া আহমেদ, সৈয়দ তাবারুকজ্জামান (তামিম), মোঃ আফতাবুল আলম (হিরু),মোঃ জামাল হোসেন,মোঃ সাদ্দাম হোসেন, মোঃ রোকনুজ্জামান রনি, মোঃ ফারুক হোসেন, মোসা, দিলরুবা খানম, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মো, নুরুন নবী জুয়েল, ফাহিম রায়হান শুভ, শান্তা সাহা, মাগফেরাতুন্নেছা উর্মি, মাহাদীয়ে বাশার, রাজিব কুমার সাহা, সুমাইয়া বিনতে কবির হিমা।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • শাহরাস্তি এর আরও খবর
error: Content is protected !!