শাহরাস্তিতে সমাজসেবা কর্মকর্তা দম্পতি খুনের ঘটনায় আটক ১

  • আপডেট: ১২:১৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
  • ৪৬

মোঃ আবু মুছা আল শিহাব:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নাওড়া গ্রামে অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা নুরুল আমিন ও তার স্ত্রী কামরুন নাহার হত্যা মামলার রহস্য উন্মোচনের দ্বারপ্রান্তে পিবিআই।

বিভিন্ন অসমর্থিত সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডে নিহতের ব্যবহৃত মোবাইল এর সূত্র ধরে পিবিআই মামলার মূল হোতা এলাকায় ছিঁচকে চোর হিসেবে পরিচিত শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের ঘুঘুশাল গ্রামের আব্দুর রব এর পুত্র মোঃ আব্দুল মালেককে আটক করতে সক্ষম হয়েছে।

গত ১ জুলাই সকালে শাহরাস্তি উপজেলার নাওড়া গ্রামের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আমিনের রক্তমাখা মৃতদেহ উদ্ধার করে শাহরাস্তি থানা পুলিশ। একই সময়ে ঘটনাস্থল থেকেই তার স্ত্রী কামরুন নাহারকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুইদিন পর কামরুন্নাহার মৃত্যুবরণ করেন।

ঘটনার পর নিহত নুরুল আমিনের ছেলে জাকারিয়া বাবু বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলার পর পুলিশ বেশ কয়েকজনকে আটক করে।

পরবর্তীতে মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

পিবিআই ইন্সপেক্টর কবির হোসেন জানান, অভিযান অব্যাহত রয়েছে আমরা রহস্য উন্মোচনের মাঝামাঝি অবস্থানে রয়েছি।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

বড়কুলে ২৪ প্রহর ব্যাপী অখণ্ড মহানাম যজ্ঞ ও ২৪তম বার্ষিক উৎসবের আয়োজন

শাহরাস্তিতে সমাজসেবা কর্মকর্তা দম্পতি খুনের ঘটনায় আটক ১

আপডেট: ১২:১৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১

মোঃ আবু মুছা আল শিহাব:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নাওড়া গ্রামে অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা নুরুল আমিন ও তার স্ত্রী কামরুন নাহার হত্যা মামলার রহস্য উন্মোচনের দ্বারপ্রান্তে পিবিআই।

বিভিন্ন অসমর্থিত সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডে নিহতের ব্যবহৃত মোবাইল এর সূত্র ধরে পিবিআই মামলার মূল হোতা এলাকায় ছিঁচকে চোর হিসেবে পরিচিত শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের ঘুঘুশাল গ্রামের আব্দুর রব এর পুত্র মোঃ আব্দুল মালেককে আটক করতে সক্ষম হয়েছে।

গত ১ জুলাই সকালে শাহরাস্তি উপজেলার নাওড়া গ্রামের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আমিনের রক্তমাখা মৃতদেহ উদ্ধার করে শাহরাস্তি থানা পুলিশ। একই সময়ে ঘটনাস্থল থেকেই তার স্ত্রী কামরুন নাহারকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুইদিন পর কামরুন্নাহার মৃত্যুবরণ করেন।

ঘটনার পর নিহত নুরুল আমিনের ছেলে জাকারিয়া বাবু বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলার পর পুলিশ বেশ কয়েকজনকে আটক করে।

পরবর্তীতে মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

পিবিআই ইন্সপেক্টর কবির হোসেন জানান, অভিযান অব্যাহত রয়েছে আমরা রহস্য উন্মোচনের মাঝামাঝি অবস্থানে রয়েছি।