• ঢাকা
  • শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ জুন, ২০২০
সর্বশেষ আপডেট : ১১ জুন, ২০২০

করোনা উপসর্গে চাঁদপুরে তিনদিনের মধ্যে ৩ জনপ্রতিনিধির মৃত্যু

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
ছবি-সংগৃহিত।

মো. মহিউদ্দিন আল আজাদ॥

চাঁদপুরের কচুয়া, শাহরাস্তি ও মতলব উত্তর উপজেলায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৩ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনায় আক্রান্ত হয়ে, একজন করোনা উপসর্গ নিয়ে এবং একজন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান।

সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এসব চেয়ারম্যানের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন এবং তাঁদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সর্বশেষ বৃহস্পতিবার (১১ জুন) ভোর ৪টার দিকে ঢাকায় নিজ বাসায় ইন্তেকাল করেন মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আক্কাস বাদল। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩ বছর।

মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিন ইউনিয়ন পরিষদের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফি আহমেদ মিন্টু।

একইদিন দুপুর ২টার দিকে ঢাকা স্কয়ার হসপিটারে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ আব্দুল হাই মুন্সী।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কচুয়া এর আরও খবর
error: Content is protected !!