শাহরাস্তিতে গৃহবধুর সাথে অশোভন আচরণ এবং জমি দখলের অভিযোগ

  • আপডেট: ১১:৩১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০
  • ৩১

শাহরাস্তি প্রতিনিধিঃ

  শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ গ্রামে গৃহবধু কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার ধানের জমি দখলের অভিযোগ উঠেছে। মঙ্গলবার ১৯ মে ওই গৃহবধু বাদি হয়ে শাহরাস্তি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের দেও বাড়ির প্রবাসী মোঃ নূর হোসেনের স্ত্রী মোবাশ্বেরা বেগমকে তার স্বামী প্রবাসে থাকার সুবাদে পার্শবর্তী বাড়ির মোঃ আবুল কালামের পুত্র নজরুল ইসলাম (৩৫) অসৎ উদ্দেশ্য নিয়ে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলো। তিনি ওই প্রস্তাবে সাড়া না দেয়ায় বিভিন্ন সময় রাতে নজরুল তার ঘরে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়। ১৮ মে রাত ১১ টা ৫০ মিনিটে ওই প্রবাসীর ঘরের জানালা ভেঙ্গে নজরুল ঘরে প্রবেশ করলে মোবাশ্বেরা বেগমের ডাক চিৎকারে সে হুমকী ও ভীতি প্রদর্শন করে ঘর হতে চলে যায়। এ ঘটনায় নজরুল ক্ষিপ্ত হয়ে ভোররাতে তাদের ধানের জমি দখল করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে মোবাশ্বেরা বেগম জানান, আমি ঢাকায় থাকি। বাড়িতে বেড়াতে এসে করোনা সংকটে ঘোষিত লকডাউনে আটকা পড়ি। নজরুল এলাকায় বিভিন্ন অসামাজিক কাজে জড়িত। তারা প্রভাবশালী হওয়ায় তাদের কোন অপকর্মের প্রতিবাদ করতে পারিনা। সে আমাকে বিভিন্ন সময় বাজে প্রস্তাব দিতো। আমি তাতে রাজি না হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে আমাদের মালিকানাধিন জমি দখল করে ধান রোপন করে। আমি তাকে জিজ্ঞাসাবাদ করলে সে আমার বাড়ির সম্মুখে এসে আমাকে মারতে উদ্যত্ত হয় এবং একপর্যায়ে আমাকে ইট-পাটকেল নিক্ষেপ করে। বর্তমানে আমি ছোট মেয়েকে সাথে নিয়ে বাড়িতে নিরাপত্তাহীনতায় আছি।

অভিযুক্ত নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে সে জানায়, জমি দখলের বিষয়টি সঠিক নয়। আমি সৌদিতে থাকি। ছুটিতে এসে লকডাউনের কারণে ফিরে যেতে পারিনি। আমি সৌদিতে ও মোবাশ্বেরা বেগম ঢাকায় অবস্থান করলে তার সাথে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা কিভাবে সম্ভব? আমরা তাদের কাছে টাকা পাই। সে টাকা দিতে না পেরে এসব ঘটনা সাজিয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

শাহরাস্তিতে গৃহবধুর সাথে অশোভন আচরণ এবং জমি দখলের অভিযোগ

আপডেট: ১১:৩১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০

শাহরাস্তি প্রতিনিধিঃ

  শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ গ্রামে গৃহবধু কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার ধানের জমি দখলের অভিযোগ উঠেছে। মঙ্গলবার ১৯ মে ওই গৃহবধু বাদি হয়ে শাহরাস্তি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের দেও বাড়ির প্রবাসী মোঃ নূর হোসেনের স্ত্রী মোবাশ্বেরা বেগমকে তার স্বামী প্রবাসে থাকার সুবাদে পার্শবর্তী বাড়ির মোঃ আবুল কালামের পুত্র নজরুল ইসলাম (৩৫) অসৎ উদ্দেশ্য নিয়ে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলো। তিনি ওই প্রস্তাবে সাড়া না দেয়ায় বিভিন্ন সময় রাতে নজরুল তার ঘরে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়। ১৮ মে রাত ১১ টা ৫০ মিনিটে ওই প্রবাসীর ঘরের জানালা ভেঙ্গে নজরুল ঘরে প্রবেশ করলে মোবাশ্বেরা বেগমের ডাক চিৎকারে সে হুমকী ও ভীতি প্রদর্শন করে ঘর হতে চলে যায়। এ ঘটনায় নজরুল ক্ষিপ্ত হয়ে ভোররাতে তাদের ধানের জমি দখল করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে মোবাশ্বেরা বেগম জানান, আমি ঢাকায় থাকি। বাড়িতে বেড়াতে এসে করোনা সংকটে ঘোষিত লকডাউনে আটকা পড়ি। নজরুল এলাকায় বিভিন্ন অসামাজিক কাজে জড়িত। তারা প্রভাবশালী হওয়ায় তাদের কোন অপকর্মের প্রতিবাদ করতে পারিনা। সে আমাকে বিভিন্ন সময় বাজে প্রস্তাব দিতো। আমি তাতে রাজি না হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে আমাদের মালিকানাধিন জমি দখল করে ধান রোপন করে। আমি তাকে জিজ্ঞাসাবাদ করলে সে আমার বাড়ির সম্মুখে এসে আমাকে মারতে উদ্যত্ত হয় এবং একপর্যায়ে আমাকে ইট-পাটকেল নিক্ষেপ করে। বর্তমানে আমি ছোট মেয়েকে সাথে নিয়ে বাড়িতে নিরাপত্তাহীনতায় আছি।

অভিযুক্ত নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে সে জানায়, জমি দখলের বিষয়টি সঠিক নয়। আমি সৌদিতে থাকি। ছুটিতে এসে লকডাউনের কারণে ফিরে যেতে পারিনি। আমি সৌদিতে ও মোবাশ্বেরা বেগম ঢাকায় অবস্থান করলে তার সাথে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা কিভাবে সম্ভব? আমরা তাদের কাছে টাকা পাই। সে টাকা দিতে না পেরে এসব ঘটনা সাজিয়েছে।