চাঁদপুরে ফ্ল্যাট বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চাঁদপুর শহরের পালপাড়া একটি ফ্ল্যাট বাসা থেকে স্বামী সবুজ আহমেদ (৪০) ও স্ত্রী শিউলী আক্তার (৩৫) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

চাঁদপুর শহরের পালপাড়া একটি ফ্ল্যাট বাসা থেকে স্বামী সবুজ আহমেদ (৪০) ও স্ত্রী শিউলী আক্তার (৩৫) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীর লাশ মেঝেতে ও স্বামীর মরদেহ রুমে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ১০ নম্বর ওয়ার্ড পালপাড়া দারুস সালাত মসজিদ সংলগ্ন জনৈক শাহজাহান পাটোয়ারীর বাড়ির দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে।

নিহত সবুজ আহমেদ ঢাকা যাত্রাবাড়ীর দনিয়া মাদ্রাসা রোড এলাকার জিন্নাত আলীর ছেলে এবং শিউলী চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের আবু তাহেরের মেয়ে।

শিউলীর স্বজনরা জানান, তারা স্বামী-স্ত্রী শাহজাহান পাটওয়ারীর বাড়ির দ্বিতীয় তলায় প্রায় মাস ধরে ভাড়া থাকতেন। স্ত্রী শিউলির পরিচালিত ইউনিভিশন নামের নিজস্ব একটি ওষুধ কোম্পানি আছে। ওই কোম্পানী তারা দুজন কাজ করতেন।

বাড়ির মালিক শাহজাহান পাটোয়ারী বলেন, সবুজ আহমেদ ও শিউলী আক্তার প্রায় ৬ মাস ধরে আমার ভবনে ভাড়া থাকতেন। দুপুরে শিউলী আক্তারের মা দরজা খোলা না পেয়ে আমাদের জানায়। পরে ৯৯৯ কল দিয়ে পুলিশকে অবগত করা হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত শিউলী আক্তারের মা খুরশিদা বলেন, সবুজ আমার মেয়ের দ্বিতীয় স্বামী। সকাল থেকে শিউলীর ব্যাক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করি। কিন্তু সে কল রিসিভ না করা তার বাসায় এসে দেখি ভেতর দিয়ে দরজা বন্ধ। এরপর বাড়ির মালিক ও পুলিশের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। শিউলীর প্রথম সংসারের রাফসান ও রাফি নামে দুই সন্তান আছে।

ছেলে রাফসান ও রাফি জানান, আমরা মায়ের সাথে থাকতাম না। আমরা শহরের চেয়ারম্যানঘাট এলাকার একটি ভাড়া বাসায় থাকি। মা প্রতিমাসে সেই ভাড়ার টাকা পরিশোধ করতেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। স্বামী সবুজ ঝুলন্ত অবস্থায় ও স্ত্রী শিউলী ঘরের মেঝেতে পড়ে ছিল। তবে সবুজের স্ত্রী শিউলীর গলায় কালো চিহ্ন রয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।

 

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

চাঁদপুরে ফ্ল্যাট বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চাঁদপুরে ফ্ল্যাট বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

আপডেট: ০৫:৫৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

চাঁদপুর শহরের পালপাড়া একটি ফ্ল্যাট বাসা থেকে স্বামী সবুজ আহমেদ (৪০) ও স্ত্রী শিউলী আক্তার (৩৫) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীর লাশ মেঝেতে ও স্বামীর মরদেহ রুমে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ১০ নম্বর ওয়ার্ড পালপাড়া দারুস সালাত মসজিদ সংলগ্ন জনৈক শাহজাহান পাটোয়ারীর বাড়ির দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে।

নিহত সবুজ আহমেদ ঢাকা যাত্রাবাড়ীর দনিয়া মাদ্রাসা রোড এলাকার জিন্নাত আলীর ছেলে এবং শিউলী চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের আবু তাহেরের মেয়ে।

শিউলীর স্বজনরা জানান, তারা স্বামী-স্ত্রী শাহজাহান পাটওয়ারীর বাড়ির দ্বিতীয় তলায় প্রায় মাস ধরে ভাড়া থাকতেন। স্ত্রী শিউলির পরিচালিত ইউনিভিশন নামের নিজস্ব একটি ওষুধ কোম্পানি আছে। ওই কোম্পানী তারা দুজন কাজ করতেন।

বাড়ির মালিক শাহজাহান পাটোয়ারী বলেন, সবুজ আহমেদ ও শিউলী আক্তার প্রায় ৬ মাস ধরে আমার ভবনে ভাড়া থাকতেন। দুপুরে শিউলী আক্তারের মা দরজা খোলা না পেয়ে আমাদের জানায়। পরে ৯৯৯ কল দিয়ে পুলিশকে অবগত করা হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত শিউলী আক্তারের মা খুরশিদা বলেন, সবুজ আমার মেয়ের দ্বিতীয় স্বামী। সকাল থেকে শিউলীর ব্যাক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করি। কিন্তু সে কল রিসিভ না করা তার বাসায় এসে দেখি ভেতর দিয়ে দরজা বন্ধ। এরপর বাড়ির মালিক ও পুলিশের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। শিউলীর প্রথম সংসারের রাফসান ও রাফি নামে দুই সন্তান আছে।

ছেলে রাফসান ও রাফি জানান, আমরা মায়ের সাথে থাকতাম না। আমরা শহরের চেয়ারম্যানঘাট এলাকার একটি ভাড়া বাসায় থাকি। মা প্রতিমাসে সেই ভাড়ার টাকা পরিশোধ করতেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। স্বামী সবুজ ঝুলন্ত অবস্থায় ও স্ত্রী শিউলী ঘরের মেঝেতে পড়ে ছিল। তবে সবুজের স্ত্রী শিউলীর গলায় কালো চিহ্ন রয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।