• ঢাকা
  • বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৯ মে, ২০২০
সর্বশেষ আপডেট : ১৯ মে, ২০২০

শাহরাস্তির উঘারিয়ায় জমিসংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত– ২, থানায় অভিযোগ

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
প্রতিনিধির পাঠানো ছবি।

মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ

শাহরাস্তির উঘারিয়ায় জমিসংক্রান্ত বিরোধে সংঘর্ষ  ২জন আহত হয়েছে। এ ঘটনায় শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগের আলোকে জানাযায়, শাহরাস্তি উপজেলার চিতোষী পর্শ্চিম ইউনিয়নের উঘারিয়া গ্রামের পানওয়ালার বাড়ির মৃত সিরাজুল ইসলাম এর স্ত্রী শাহানারা  বেগম (৫৫)  এ প্রতিনিধিকে জানান তার স্বামী  মৃত্যু কালে বাড়িতে সাড়ে ২৯ ডিং সম্পত্তি এবং ৩ টি পুকুর সহ মাঠে ৮৫ ডিং সম্পত্তি  রেখে যায়। আমি ভোগ দখলে আছি মাত্র ১৫/১৬ ডিং সম্পত্তির উপর কোন মতে বাস করছি। তিনটি পুকুরের মধ্যে একটির ভাগ দেয় ।  আর সব সম্পত্তি জোরপূর্বক ভোগ দখল করে খাচ্ছে একই বাড়ির মৃত ইব্রাহিমের পুত্র মোঃ শহিদুল ইসলাম (৫৮)  আমাদেরকে প্রায়ই মারধর করে এ ব্যাপারে বেশ কয়েকবার শালিসি বৈঠক ও হয়েছে। আমার কোন ছেলে নাই, পাঁচ মেয়ে তাদেরকে বিয়েদিয়ছি। গত ১৭ মে সোমবার বিকেলে আমার দখল কৃত ভূমির মধ্যে আমি সবজির বীজ লাগাতে গেলে আমাদেরকে বাঁধা দেয় এবং মারধর করে এতে আমিও আমার মেয়ে মারাত্মক ভাবে আহত হই। আমার মেয়ের নাম হাসিনা   (৩৫) স্বামি দুলাল।

তাদেরকে আহতাবস্থায় স্থানীয় ইউপি মেম্বার মোঃ মিজানুর রহমান  উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।    তিনি বলছেন     আমাদেরকে  প্রানে মেরে পেলার হুমকি দিচ্ছ  এ ব্যাপারে শাহরাস্তি থানায় দুই জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • শাহরাস্তি এর আরও খবর
error: Content is protected !!