শাহরাস্তিতে করোনা আক্রান্ত মৃত ব্যক্তির জানাজা,দাফন-কাফনে প্রস্তুত আহলে সুন্নাত ও গাউছিয়া কমিটি

  • আপডেট: ০৬:২৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০
  • ৩২

মোঃ জামাল হোসেনঃ

  সারা বিশ্ব যখন করোনা ভাইরাসের ভয়ঙ্কর থাবায় জর্জরিত, লাশের সংখ্যা যখন লাখ ছাড়িয়েছে । তখন মুসলমান নর-নারীর জানাজা, দাফন-কাফন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। বাংলাদেশের কোন কোন এলাকায় করোনা আক্রান্ত মৃত ব্যক্তির লাশ প্রশাসনিক নির্দেশনার পরও জনগণ গ্রামে ঢুকতে দেয়নি,কোথাও লাশের জন্য ব্যবস্থা হয়নি খাটিয়া অথবা কেউ আসেনি দাফন করার জন্য। এমতাবস্থায় শাহরাস্তি উপজেলায় ‘আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটি’ ও ‘গাউসিয়া কমিটি বাংলাদেশ’ করোনা আক্রান্ত মৃত ব্যক্তির জানাজা,দাফন- কাফনে প্রস্তুত। আহলে সুন্নাত ওয়াল জামাত শাহরাস্তি উপজেলা সভাপতি মুফতি আব্দুর রব আল- ক্বাদেরী বলেন: “জানাজা দাফন কাফন মৃত মুসলমানের হক। জানাজার জন্য সামান্য সংখ্যক লোক হলেও তা আদায় হয়ে যাবে।তাই কোন এলাকায় করোনা আক্রান্ত মৃত ব্যক্তির জানাজা দিতে পরিবার বা এলাকাবাসী অপারগতা প্রকাশ করলে আমরা তা আদায় করতে প্রস্তুত।”

তিনি আরো বলেন:”ইতোমধ্যেই এ বিষয়ে ইউএনও মহোদয় ও পৌর মেয়রের সাথে সাক্ষাৎ করেছি এবং টামটা উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদে ১০ জনের তালিকা প্রদান করেছি। মহান আল্লাহ পাক যেন মানব জাতিকে এ মহামারী থেকে রক্ষা করেন।

Tag :
সর্বাধিক পঠিত

ভারতে মসজিদের স্থানে মন্দির দাবি করে জরিপের চেস্টায় উত্তেজনা, পুলিশের গুলিতে ৩ মুসল্লি নিহত (ভিডিওসহ)

শাহরাস্তিতে করোনা আক্রান্ত মৃত ব্যক্তির জানাজা,দাফন-কাফনে প্রস্তুত আহলে সুন্নাত ও গাউছিয়া কমিটি

আপডেট: ০৬:২৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০

মোঃ জামাল হোসেনঃ

  সারা বিশ্ব যখন করোনা ভাইরাসের ভয়ঙ্কর থাবায় জর্জরিত, লাশের সংখ্যা যখন লাখ ছাড়িয়েছে । তখন মুসলমান নর-নারীর জানাজা, দাফন-কাফন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। বাংলাদেশের কোন কোন এলাকায় করোনা আক্রান্ত মৃত ব্যক্তির লাশ প্রশাসনিক নির্দেশনার পরও জনগণ গ্রামে ঢুকতে দেয়নি,কোথাও লাশের জন্য ব্যবস্থা হয়নি খাটিয়া অথবা কেউ আসেনি দাফন করার জন্য। এমতাবস্থায় শাহরাস্তি উপজেলায় ‘আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটি’ ও ‘গাউসিয়া কমিটি বাংলাদেশ’ করোনা আক্রান্ত মৃত ব্যক্তির জানাজা,দাফন- কাফনে প্রস্তুত। আহলে সুন্নাত ওয়াল জামাত শাহরাস্তি উপজেলা সভাপতি মুফতি আব্দুর রব আল- ক্বাদেরী বলেন: “জানাজা দাফন কাফন মৃত মুসলমানের হক। জানাজার জন্য সামান্য সংখ্যক লোক হলেও তা আদায় হয়ে যাবে।তাই কোন এলাকায় করোনা আক্রান্ত মৃত ব্যক্তির জানাজা দিতে পরিবার বা এলাকাবাসী অপারগতা প্রকাশ করলে আমরা তা আদায় করতে প্রস্তুত।”

তিনি আরো বলেন:”ইতোমধ্যেই এ বিষয়ে ইউএনও মহোদয় ও পৌর মেয়রের সাথে সাক্ষাৎ করেছি এবং টামটা উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদে ১০ জনের তালিকা প্রদান করেছি। মহান আল্লাহ পাক যেন মানব জাতিকে এ মহামারী থেকে রক্ষা করেন।