ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়াঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নে প্রানঘাতি করোনা ভাইরাসের কারনে গৃহবন্দী, দিনমজুর, কর্মহীন, অসহায় ৬শত পরিবারের মাঝে কাদলা ইউনিয়ন চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম লালু সরকারী অনুদানকৃত ১০ কেজি চাল এবং ১ কেজি আলুসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবারে ইউনিয়ন পরিষদে ৫ম ধাপে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মাহবুব উল আলম, কাদলা ইউনিয়ন ভূমি অফিসার মো. আলমগীর পাটোয়ারী, ইউপি সদস্য মো. ওবায়েদ মিয়া, আবুল হোসেন, মো.আবুল কাশেমসহ এবং ৯টি ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
ইউনিয়ন চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম লালু জানিয়েছেন, তার ইউনিয়নে সরকারী ও ব্যক্তি উদ্যোগে বরাদ্দকৃত খাদ্য সামগ্রী সুষ্ঠুভাবে বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে। ইউনিয়নের মানুষকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে সচেতন করার জন্য সরকারী নির্দেশনা মোতাবেক বিভিন্ন কার্যক্রম পরিচালিত করা হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে।