ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধি :
করোনা ভাইরাসে সংক্রমণ প্রতিরোধে জনগণকে ঘরে থাকার জন্য সরকারি নিদের্শনার বাস্তবায়ন করতে ঘরে ঘরে গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক।
সকল জনপ্রতিনিধিরা যখন নিজের কার্যালয় থেকে মানুষকে ত্রাণ দেয়ায় ব্যস্ত তখন তিনি নিজে পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা নিয়ে পৌর এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে তাদের সংসারের খবর নিচ্ছেন এবং তাদের ঘরে থাকার জন্য অনুরোধ করে হাতে চালের ব্যাগ তুলে দিচ্ছেন। শনিবার তিনি পৌর এলাকার ৯নং ওয়ার্ডের ভাটিয়ালপুর এলাকার বিভিন্ন বাড়িতে যেয়ে এই চাল পৌঁছে দেন।
এব্যাপারে পৌর মেয়র মাহফুজুল হক বলেন, সরকারি ভাবে ইতিমধ্যেই ১৩টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। আমি প্রতিটি ঘরে ঘরে গিয়ে ১০ কেজি করে চাল পৌঁছে দিচ্ছি। তবে বৃহৎ জনসংখ্যা অধ্যুষিত পৌরসভার হনদরিদ্র ছাড়া নিম্নমধ্যবিত্তরাও ত্রাণের জন্য অপেক্ষা করছেন।