কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় মসজিদের ছাদের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে আমির হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ৮ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তুলপাই পশ্চিম পাড়া জামে মসজিদের ছাদে বৈদ্যুতিক কাজ করতে গেলে আকস্মিকভাবে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে।
আমির হোসেন ওই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তার মুত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।