কচুয়ার বিএনপি নেতা প্রকৌশলী মনিরুজ্জামান দেওয়ান মানিকের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

  • আপডেট: ০১:১০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০
  • ২৭

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ॥

কচুয়া উপজেলার বিভিন্ন এলাকার প্রাণঘাতী করোনা ভাইরাসের কারনে খেটে খাওয়া দিনমজুর, দুঃস্থ কর্মহীন, রিক্সাচালক ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, জাতীয় স্বরন মঞ্চের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক প্রকৌশলী আহম মনিরুজ্জামান দেওয়ান মানিকের ব্যাক্তিগত উদ্যোগে করোনা ভাইরাস দুর্যোগে যে সমস্ত অসহায় খেটে খাওয়া রিকশাচালক, দিনমজুর, গরিব, গৃহবন্দী রয়েছে এমন ২ হাজার পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১কেজি তৈল, ১ কেজি ডাল, ২ কেজি আলু,১কেজি পেঁয়াজ, সাবান, মাস্কসহ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

বিতরণ শেষে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি,জাতীয় স্বরন মঞ্চের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক প্রকৌশলী আহম মনিরুজ্জামান দেওয়ান মানিকে বলেন, দেশের মানুষ আজ একটি ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করছেন। মানুষের পেটে খাবার নেই। আয় রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। আমার নিজের সামর্থ্য অনুযায়ী করোনার কারণে খেটে খাওয়া দিনমজুর, দুঃস্থ ও অসহায় পরিবারের পাশে দাড়িয়েছি। যতদিন পর্যন্ত পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হবে না, ততদিন আমি আমার সাধ্যমত অসহায়, দিনমজুর মানুষের পাশে থাকবো। কচুয়া বিভিন্ন এলাকায় বৃত্তবানদের দুঃস্থ ও অসহায় পরিবারের পাশে দাড়ানোর অনুরোধ জানান।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি। কয়েক দিন ধরেই উপজেলার বিভিন্ন এলাকায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রীসহ স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন সামগ্রী বিতরণ করে যাচ্ছি। বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা গবীর মানুষের পাশে দাঁড়ান। তারা আপনার ও আমার ভাইবোন। সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

কচুয়ার বিএনপি নেতা প্রকৌশলী মনিরুজ্জামান দেওয়ান মানিকের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

আপডেট: ০১:১০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ॥

কচুয়া উপজেলার বিভিন্ন এলাকার প্রাণঘাতী করোনা ভাইরাসের কারনে খেটে খাওয়া দিনমজুর, দুঃস্থ কর্মহীন, রিক্সাচালক ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, জাতীয় স্বরন মঞ্চের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক প্রকৌশলী আহম মনিরুজ্জামান দেওয়ান মানিকের ব্যাক্তিগত উদ্যোগে করোনা ভাইরাস দুর্যোগে যে সমস্ত অসহায় খেটে খাওয়া রিকশাচালক, দিনমজুর, গরিব, গৃহবন্দী রয়েছে এমন ২ হাজার পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১কেজি তৈল, ১ কেজি ডাল, ২ কেজি আলু,১কেজি পেঁয়াজ, সাবান, মাস্কসহ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

বিতরণ শেষে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি,জাতীয় স্বরন মঞ্চের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক প্রকৌশলী আহম মনিরুজ্জামান দেওয়ান মানিকে বলেন, দেশের মানুষ আজ একটি ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করছেন। মানুষের পেটে খাবার নেই। আয় রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। আমার নিজের সামর্থ্য অনুযায়ী করোনার কারণে খেটে খাওয়া দিনমজুর, দুঃস্থ ও অসহায় পরিবারের পাশে দাড়িয়েছি। যতদিন পর্যন্ত পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হবে না, ততদিন আমি আমার সাধ্যমত অসহায়, দিনমজুর মানুষের পাশে থাকবো। কচুয়া বিভিন্ন এলাকায় বৃত্তবানদের দুঃস্থ ও অসহায় পরিবারের পাশে দাড়ানোর অনুরোধ জানান।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি। কয়েক দিন ধরেই উপজেলার বিভিন্ন এলাকায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রীসহ স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন সামগ্রী বিতরণ করে যাচ্ছি। বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা গবীর মানুষের পাশে দাঁড়ান। তারা আপনার ও আমার ভাইবোন। সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন।