ফরিদগঞ্জ প্রতিনিধি:
মহামারী করোনা ভাইরাসের জনিত দেশ ব্যাপি সাধারণ ছুটিতে লোকজনকে ঘরে রাখতে কঠোর অবস্থান নিয়েছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন, থানা পুলিশ এবং সশস্ত্র বাহিনী।
বৃহষ্পতিবার উপজেলা নিবার্হী কর্মকর্তা শিউলী হরি উপজেলা বিভিন্ন স্থানে ঘুরে লোকজনকে ঘরে থাকতে নিদের্শ দেন। অযথা ঘুলাঘুরি ও খেলাচ্ছলে জমায়েত হলে শাস্তি মূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
সকালে থানা পুলিশ পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক অটোবাইক ও সিএনজি স্কুটার আটক করে। থানা অফিসার ইনচার্জ আব্দুর রকিব সাপ্তাহিক হাটের দিন লোকজনকে নিয়ম মেনে কেনা কাটা করতে নির্দেশনা দেন। দুপুরে নির্বাহী ম্যাজিস্টেট শারমিন আক্তারের নেত্বত্বে কুমিল্লা সেনানিবাস থেকে আসা সেনাবাহিনীর একটি দল উপজেলা সদর বাজারে সামাজিক দুরত্ব বজায় রেখে কেনাকাটা নিশ্চিত করণে পর্যবেক্ষণ করেন।