ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়াঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধকল্পে বিভিন্ন মসজিদ, মহল্লা, বাজার, মন্দিরে ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিতারা ইউনিয়নের বিভিন্ন স্থানে কচুয়া উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক ও সম্ভব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, করোনা ভাইরাস সর্তকর্তা কেলেন্ডার ও লিফলেট বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার উপজেলা বিতারা ইউনিয়নের প্রতিটি মসজিদ, মহল্লা, বাজার, মন্দিরে ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিতরন করা হয়।
এসময় কচুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. সালাউদ্দিন সরকার, যুবলীগ নেতা মো. রতন কাজী, বিতারা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সোহাগ সরকারসহ আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ ও দলীয় বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ দিকে মাস্ক বিতরণ কালে কচুয়া উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক ও সম্ভব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, করোনা ভাইরাস সারা বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। এ সংকট থেকে বাঁচতে হলে সামাজিকভাবে সবাইকে নিয়েই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। শুধু মাত্র নিজে ও সমাজ সচেতনতার মাধ্যমেই ভাইরাস থেকে বাঁচা সম্ভব।
করোনা ভাইরাস সংক্রমণ দেশে যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আমরাও করোনা সচেতনতায় আমার ইউনিয়নের প্রতিটি মসজিদ, বাজারে, মন্দিরে ও খেটে খাওয়া সকল পেশাজীবীদের ও সাধারণ মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছি। যাতে তারা পরিবার পরিজন সহ নিজেকে করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা করতে পারে। তাদের ঝুঁকি মুক্ত রাখতে এটা আমাদের স্বল্প একটি প্রায়াস।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. সালাউদ্দিন সরকার বলেন, আব্দুল্লাহ আল মামুন ভাইয়ে যে মহান উদ্যােগ নিয়েছে। আশা করি প্রতিটি এলাকার একজন করে এরকম মহান উদ্যোগ নেয়।
তিনি বিতারা ইউনিয়নে সাধারণ মানুষকে করোনা ভাইরাস মুক্ত থাকার পরামর্শের পাশাপাশি ৫ হাজার মাস্ক, ১ হাজার বলত হ্যান্ড স্যানিটাইজার, ১ হাজার কেলেন্ডার মানুষের মাঝে নিরাপত্তা সামগ্রী বিতরণ করেছেন। আমরা ইউনিয়নবাসী তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।