কচুয়া প্রতিনিধি ॥
কচুয়া উপজেলার ১২৪ নং কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রস্তাবিত সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসাইনকে নিয়ে মনগড়া, বানোয়াট ও মিথ্যা ভিত্তিহীন অপ-প্রচার চালাচ্ছে একটি অসাধু মহল।
সম্প্রতি ইঞ্জি. আনোয়ার হোসাইন এলাকার সর্বস্তরের মানুষের মতামত ও সমর্থন নিয়ে কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে মনোনিত হন। এরপর থেকে একটি অসাধু মহল নিজেদের অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য মনগড়াভাবে মিথ্যা তথ্য দিয়ে একটি অনলাইন নিউজ পোর্টাল ও স্থানীয় কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক একাউন্টে অপপ্রচার চালাচ্ছে।
এলাকাবাসীর দাবি ইঞ্জি. আনোয়ার হোসাইন চাঁদপুর পলিটেকনিকেল ইন্সটিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষে সৎ ও সততার সাথে কর্মজীবনে প্রবেশ করেন। তার বিরুদ্ধে দলীয় যে অভিযোগ আনা হয়েছে তা মূলত হাস্যকর। তিনি ছাত্রজীবনে কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন না। বর্তমানে তিনি একটি কিন্ডার গার্টেনের পরিচালক। পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় উন্নয়নমূলক কাজে সুনামের সাথে জড়িত রয়েছেন। এতে কিছু অসাধুু লোক তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে নানান অপ-প্রচারে লিপ্ত রয়েছেন।
একাধিক এলাকাবাসী আরো জানান, ইঞ্জি. আনোয়ার হোসাইন ঢাকায় পেশাগত ব্যস্ততা থাকায় গ্রামের বিদ্যালয়ের সভাপতি হওয়ার ইচ্ছা না থাকা সত্তে¦ও গ্রামবাসীর প্রবল আগ্রহ ও অনুরোধের কারণে তিনি সম্মতি প্রদান করেন।
কমিটি গঠনের দিন ও সময়ে বিদ্যালয় মিলনায়তনে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন সুমনের সভাপতিত্বে কমিটি গঠন আলোচনা অনুষ্ঠানে দল মত নির্বিশেষে এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত থেকে ইঞ্জি. আনোয়ার হোসাইনকে প্রস্তাবিত সভাপতি পদে বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে সমর্থন করেন। পাশাপাশি বর্তমানে ঐ কমিটি চুড়ান্ত তালিকায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এদিকে গ্রামবাসীর দাবি না জেনে ও সরেজমিনে সঠিক তথ্য না নিয়ে কারো বিরুদ্ধে মনগড়াভাবে মিথ্যা তথ্য পরিবেশন না করতে অনুরোধ করেছেন।