কচুয়া প্রতিনিধি ॥
কচুয়া উপজেলার ১৩৬নং মধ্য মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, বিশিষ্ট সমাজ সেবক মো. আনোয়ান হোসেনের স্ত্রী ফারজানা আক্তার সুমি।
গত মঙ্গলবার বিকালে বিদ্যালয় মিলনায়তনে ১৩৫নং মধ্য মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক মো.আনোয়ার হোসেনের সভাপতিত্বে কমিটি গঠন কল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিগনের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন ধরে রাখতে সভাপতি পদে ফারজানা আক্তার সুমিকে ও সহ-সভাপতি পদে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. ইয়াছিন মিয়াকে নির্বাচিত করেন।
উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলে,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ইউনুছ মিয়া, ইউপি সদস্য মো. ওবায়েদ মিয়া, সমাজ সেবক হাজী মো. ফারুক হোসেনসহ বিদ্যালয়ের দাতা ও অভিভাবক সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
এক প্রতিক্রিয়ায় কচুয়ার ১৩৬নং মধ্য মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত সভাপতি ফারজানা আক্তার সুমি বলেন, এলাকার সকলের মতামত ও বিদ্যালয়ের গুনগত শিক্ষার মান উন্নয়ন ও বিদ্যালয়টি শ্রেষ্ঠ বিদ্যালয় রূপান্তর করতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবকসহ এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন কামনা করছি।
অপরদিকে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক মো.আনোয়ার হোসেনের স্ত্রী ফারজানা আক্তার সুমি ওই বিদ্যালয়ের নব-নির্বাচিত সভাপতি হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক এলাকাবাসী।