মোঃ জামাল হোসেনঃ-
চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির-১৮৭৮ এর মাসিক সভা ও করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।
২৩ মার্চ সোমবার শাহরাস্তি গেইট (দোয়াভাঙ্গা) সমিতির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির-১৮৭৮ এর সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ হাবিবুল ইসলাম সুমন এর সঞ্চালনায় মাসিক সভায় মালিক সমিতির বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করা হয়। সভা শেষে মালিক সমিতির উদ্যোগে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে শাহ্রাস্তি গেইট বাজার এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।
মালিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার জানান করোনা প্রতিরোধে একমাত্র উপায় কিভায় ছড়ায়- আক্রান্ত ব্যক্তির হাঁচি/ কাশি/ কফ/ সর্দি/ থুথুর মাধ্যমে, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে একজন থেকে আরেকজনে ছড়ায়, ভাইরাস আছে এমন কিছু স্পর্শ করে হাত না ধুয়ে মুখ, নাক বা চোখে লাগালে।
রোগের লক্ষণঃ ১ শত ডিগ্রি জ¦র বা তার বেশি, কাশি, গলা ব্যথা, শাসকষ্ট। প্রতিরোধঃ বাহিরে থেকে এসে সাবান, পানি দিয়ে হাত কমপক্ষে ২০ সেকেন্ড পরিস্কার করুন, হাঁচি/কাশি দেয়ার সময় টিস্যু দিয়ে বা বাহুর ভাজে নাক, মুখ ঢেকে রাখুন, ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাষ্টবিনে ফেলে দিন, যতদূর সম্ভব চোখে-মুখে-নাকে হাত দিয়ে স্পর্শ করা থেকে বিরত থাকুন। আপনার যদি জ¦র/কাশি/শ^াসকষ্ট থাকে তবে সুস্থ ব্যক্তির কাছ থেকে দূরে থাকে, করোনা ভাইরাসে আক্রান্ত কোন ব্যক্তির সংস্পর্শে এসে থাকলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হোন। মালিক সমিতির সামাজিক দায়িত্ব- নিচে সচেতন হউন, অন্যকে সচেতন করুন, নিরাপদ জীবন গড়–ন। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ দ্রব্য মূল্য দাম বৃদ্ধি না করার জন্য অনুরোধ রইল। করোনা ভাইরাসের কারণে সিএনজি ড্রাইভারগণ কোন প্রকার ভাড়া বৃদ্ধি না করার জন্য বিশেষ ভাবে অনুরোধ রইল। গণপরিবহন সম্পর্কে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে তা একমত পোষন করবে।
মালিক সমিতির উপদেষ্টা মোঃ দীন ইসলাম মেম্বার, কার্যকরি সভাপতি লিটন মোল্লা, সহ-সভাপতি ইমান হোসেন, একেএম নজরুল ইসলাম, মোঃ মঞ্জুর আলম, যুগ্ম সম্পাদক কায়কুবাদ আজাদ, পৌর শ্রমিক লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম মজুমদার, মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াসিম, কোষাধ্যক্ষ আকবর হোসেন মৃধা, প্রচার সম্পাদক মোঃ শাহ আলম, দপ্তর সম্পাদক মোঃ হারুন মজুমদার, অফিস সহকারি রাশেদুল আলমসহ মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।