শাহরাস্তিতে শিশুদের কাছ থেকে উদ্ধার হওয়া তক্ষকটি অবমুক্ত

  • আপডেট: ০৯:০৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯
  • ৭৩

নিজস্ব প্রতিনিধি:

শাহরাস্তি উপজেলায় বিরল প্রজাতির এক তক্ষক উদ্ধার করেছে শহরাস্তি থানা প্রশাসন। বুধবার (১৯ জুন) উপজেলার পৌর এলাকার নিজমেহার দাইমদ্দিন বাড়ির মো. মোশারফ হোসেনের ছেলে মো. ইব্রাহীম (১১) ও তার সহপাঠীদের থেকে তক্ষকটি উদ্ধার করা হয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা জানান তক্ষকটি দেখতে টিকটিকির মতো হলেও আকারে বড়। এর গায়ে ফোঁটা ফোঁটা দাগ রয়েছে। এটি বিভিন্ন পোকা-মাকড় ও ছোট ছোট বিষাক্ত প্রাণি খেয়ে বেঁচে থাকে। তক্ষক আমাদের পরিবেশের জন্য খুবই উপকারী।’

তিনি আরও জানান, শিশুদের কাছ থেকে এটি উদ্ধার করা হয়েছে। তারা এখনও শিশু বিধায় তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব নয়। এ ধরনের ভুল আর হবে না মর্মে মো. ইব্রাহীমের (১১) বাবা মো. মোশারফ হোসেন পুলিশকে মুচলেকার দিয়েছেন।

Tag :
সর্বাধিক পঠিত

হাজীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী আটক

শাহরাস্তিতে শিশুদের কাছ থেকে উদ্ধার হওয়া তক্ষকটি অবমুক্ত

আপডেট: ০৯:০৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯

নিজস্ব প্রতিনিধি:

শাহরাস্তি উপজেলায় বিরল প্রজাতির এক তক্ষক উদ্ধার করেছে শহরাস্তি থানা প্রশাসন। বুধবার (১৯ জুন) উপজেলার পৌর এলাকার নিজমেহার দাইমদ্দিন বাড়ির মো. মোশারফ হোসেনের ছেলে মো. ইব্রাহীম (১১) ও তার সহপাঠীদের থেকে তক্ষকটি উদ্ধার করা হয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা জানান তক্ষকটি দেখতে টিকটিকির মতো হলেও আকারে বড়। এর গায়ে ফোঁটা ফোঁটা দাগ রয়েছে। এটি বিভিন্ন পোকা-মাকড় ও ছোট ছোট বিষাক্ত প্রাণি খেয়ে বেঁচে থাকে। তক্ষক আমাদের পরিবেশের জন্য খুবই উপকারী।’

তিনি আরও জানান, শিশুদের কাছ থেকে এটি উদ্ধার করা হয়েছে। তারা এখনও শিশু বিধায় তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব নয়। এ ধরনের ভুল আর হবে না মর্মে মো. ইব্রাহীমের (১১) বাবা মো. মোশারফ হোসেন পুলিশকে মুচলেকার দিয়েছেন।