শাহরাস্তি প্রতিনিধিঃ
শাহরাস্তিতে বাংলাদেশ তাঁতী লীগের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে ১৯ মার্চ তাঁতী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিতোষী পূর্ব ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মোঃ মাইনুদ্দিন মানিক ও সাংগঠনিক সম্পাদক মোঃ সুফিয়ান সুমন এর উদ্যোগে এ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। করোনা ভাইরাস সম্পর্কে আতংকিত না হয়ে সতর্ক হয়ে হোম কোয়ারেন্টাইন থাকার জন্য অনুরোধ করেন এবং করোনা ভাইরাস বিষয়ে সতর্কতামূলক নির্দেশনা এবং করণীয় বিষয়ে লিফলেট বিতরণ করেন। করোনা ভাইরাস লক্ষণ ও প্রতিরোধ
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ হল সর্দি, কাশি থেকে নিউমোনিয়া সেইসাথে প্রবল জ্বর এবং শ্বাসকষ্ট হয়ে থাকে এটা প্রাণঘাতী হয়ে উঠতে পারে এতে অ্যান্টিবায়োটিক কাজ করে না বলে ভাইরাস কাবু করা কঠিন।
প্রাথমিকভাবে এর উপসর্গ ও বোঝা কঠিন। তাই নিজেকে সাবধান রাখায় শ্রেষ্ঠ উপায়। নিজেকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, বার বার সাবান দিয়ে হাত ধুয়ে নিন এবং প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন, অযথা হাত দিয়ে নাক বা মুখ ঘষা থেকে বিরত থাকুন, আক্রান্ত ব্যক্তি হতে নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাঁচি-কাশির সময় টিস্যু ব্যবহার করুন এবং ব্যবহারের পরে ডাস্টবিনে ফেলে দিন।