শাহরাস্তিতে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট: ০৭:২৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০
  • ৩১

মো: জামাল হোসেন, শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি:

পীরে তারিকত রাহনুমায়ে শরিয়ত হাকিকত ও মারেফত আলহাজ¦ হযরত মাও: হাবিবুর রহমান (র:) ও বিশ্বের সকল মুমিন মোমেনাতদের স্মরনে শাহরাস্তিতে বাৎসরিক বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ই মার্চ বুধবার অনুষ্ঠিত হলো শোভামন্ডিত ঐতিহ্যবাহি ৪৮তম বাৎসরিক পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিল নরিংপুর দরবারে রহমানিয়া মাদ্রাসায়ে নেছারিয়া প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
হাজার,হাজার ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে “নারায়ে তাকবির” আল্লাহ আকবর” নারায়ে রিসালাত” ইয়া রাসুল আল্লাহ (দ:)” ধ্বনিতে মুখরিত ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছেরে কোরআন আলহাজ¦ হযরত মাওলানা মুফতি নেছার উদ্দিন আল-কাদরী (সাজ্জাদানশীল, শাহ রহমানিয়া দরবার শরীফ)।

প্রধান বক্তা ও বিশেষ বক্তাদের মধ্যে ছিলেন ড.এসএম হুজ্জাতুল্লাহ নক্সবন্দী মুজাদ্দেদী (পীর সাহেব চান্দ্রা দরবার শরীফ, ফরিদগঞ্জ)।মুফতি আবুল হাশেম শাহ মিয়াজি সাহেব (আরবী প্রভাষক, মাদ্রাসায়ে আবেদীয়া মুজাদ্দেদীয়া, র্ধেরা)মুফতি মাও: নেছার আহম্মেদ ছালেহী (খতিব, শাহ রহমানিয়া জামে মসজিদ ও প্রভাষক, নুনিয়া ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা)। আখেরী মুনাজাতে দেশ ও জাতীর কল্যাণে এবং উপস্থিত অনুপস্থিত, মৃত ও জীবিত সকল ধর্মপ্রাণ মুসলমানের জন্য ইহকালের শান্তি ও পরকালের মুক্তি, মাগফিরাত কামনা করা হয়। মো: শফিকুল আলমের সভাপতিত্বে এবং আলম ফরাজী এর উচ্চসিত কোমল কন্ঠের উপস্থাপনায় মাহফিল পরিচালিত হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

শাহরাস্তিতে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

আপডেট: ০৭:২৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০

মো: জামাল হোসেন, শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি:

পীরে তারিকত রাহনুমায়ে শরিয়ত হাকিকত ও মারেফত আলহাজ¦ হযরত মাও: হাবিবুর রহমান (র:) ও বিশ্বের সকল মুমিন মোমেনাতদের স্মরনে শাহরাস্তিতে বাৎসরিক বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ই মার্চ বুধবার অনুষ্ঠিত হলো শোভামন্ডিত ঐতিহ্যবাহি ৪৮তম বাৎসরিক পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিল নরিংপুর দরবারে রহমানিয়া মাদ্রাসায়ে নেছারিয়া প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
হাজার,হাজার ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে “নারায়ে তাকবির” আল্লাহ আকবর” নারায়ে রিসালাত” ইয়া রাসুল আল্লাহ (দ:)” ধ্বনিতে মুখরিত ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছেরে কোরআন আলহাজ¦ হযরত মাওলানা মুফতি নেছার উদ্দিন আল-কাদরী (সাজ্জাদানশীল, শাহ রহমানিয়া দরবার শরীফ)।

প্রধান বক্তা ও বিশেষ বক্তাদের মধ্যে ছিলেন ড.এসএম হুজ্জাতুল্লাহ নক্সবন্দী মুজাদ্দেদী (পীর সাহেব চান্দ্রা দরবার শরীফ, ফরিদগঞ্জ)।মুফতি আবুল হাশেম শাহ মিয়াজি সাহেব (আরবী প্রভাষক, মাদ্রাসায়ে আবেদীয়া মুজাদ্দেদীয়া, র্ধেরা)মুফতি মাও: নেছার আহম্মেদ ছালেহী (খতিব, শাহ রহমানিয়া জামে মসজিদ ও প্রভাষক, নুনিয়া ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা)। আখেরী মুনাজাতে দেশ ও জাতীর কল্যাণে এবং উপস্থিত অনুপস্থিত, মৃত ও জীবিত সকল ধর্মপ্রাণ মুসলমানের জন্য ইহকালের শান্তি ও পরকালের মুক্তি, মাগফিরাত কামনা করা হয়। মো: শফিকুল আলমের সভাপতিত্বে এবং আলম ফরাজী এর উচ্চসিত কোমল কন্ঠের উপস্থাপনায় মাহফিল পরিচালিত হয়।