ওমর ফারুক সাইম॥
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের দ্বি-মাসিক মুখপত্র ক্যাম্পাস বার্তা’র আয়োজনে দৈনিক আমার সংবাদের কচুয়া উপজেলা প্রতিনিধি, বিডি২৪রিপোর্টের নিজস্ব প্রতিনিধি, অনলাইন নিউজ পোর্টাল ‘সংবাদ-প্রতিদিনে’র পরিচালক, ক্যাম্পাস বার্তার সদস্য ও স্বেচ্ছায় রক্তদাতা সংস্থা “প্রাণের টানে রক্তদান” সংগঠনের সভাপতি সংবাদকর্মী সাইফুল ইসলাম সুমনের জন্মদিন পালন করা হয়েছে।
বৃহস্পতিবার ক্যাম্পাস বার্তা কার্যালয়ে কেক কেটে দিবসটি পালন করা হয়।এসময় ক্যাম্পাস বার্তার সম্পাদক, কুভিক সাংবাদিক সমিতির সভাপতি ও ডাক প্রতিদিনের স্টাফ রিপোর্টার মাহদী হাসান, দপ্তর সম্পাদক ও আমাদের কুমিল্লার কুভিক প্রতিনিধি আশিক ইরান, বিজ্ঞাপন ম্যানেজার ও আমাদের কুমিল্লার স্টাপ রিপোর্টার আবু সুফিয়ান রাসেলসহ ক্যাম্পাস বার্তার অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ছবিঃ সংবাদকর্মী সাইফুল ইসলাম সুমনের জন্মদিন পালনের একাংশ।