ওমর ফারুক সাইম॥
কচুয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান ও হাদিউজ্জামান রাসেলকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ দলীয় কার্যালয় প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজের পরিচালনায় সমাবেশে বক্তাগন স্বাধীনতা বিরোধী জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম ও খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেলের হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
এসময় কচুয়া উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক জয়নাল, প্রচার সম্পাদক হোসাইন, সদস্য মাহবুব, তানভীর হোসাইন জনী, সাইফুল ইসলাম রিয়াদ, চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি নাসিরউদ্দীন, সাধারণ সম্পাদক শাকিল, কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাসুদ মজুমদার অনিক, সাধারণ সম্পাদক এস এম নোমান, সাংগঠনিক সম্পাদক রাকিব, পালাখাল ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন, রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নুরন্নবী সজীব, সাধারণ সম্পাদক মেহেদী , ইউনয়িন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, নাসির উদ্দীন, মিয়া মো. সোহেল, ইকবাল, কাজী রিশাদ, জহিরুল ইসলাম, রাশেদ, বেলায়েত, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব, সাইফুল ইসলাম, সিদ্দিক মজুমদার, মোশারফ, আলআমিন, রায়হান সজীব, হোসাইন, নুরুজ্জামান সজীবসহ উপজেলা ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতা কর্মী সমর্থক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে