শাহরাস্তি প্রতিনিধি:
“বীমা দিবসে শপথ করি, নিরাপদ জীবন গড়ি” এ শ্লোগানে চাঁদপুরের শাহরাস্তিতে ১ম জাতীয় বীমা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে শাহরাস্তি উপজেলা চত্ত্বর থেকে র্যালিটি বের হয়ে দোয়াভাঙ্গা পানিওয়ালা সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনাসভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বীমা মানুষের জীবনে ভবিষ্যতের সুরক্ষা কবজ হিসেবে কাজ করে। সারা বিশ্বে সকল কিছুরই বীমা করতে হয়। বীমা ছাড়া জীবন অচল। তাই বীমা প্রসঙ্গে মানুষকে বুঝাতে হবে, সকলকে বীমার আওতায় আনতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উল্যাহ চৌধুরী, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান প্রমূখ।
আলোচনার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার ।
আলোচনা সভা শেষে বীমা দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।