শাহরাস্তিতে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে নাহারা গীতা স্কুল চালু

  • আপডেট: ০৭:৩৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৩

শাহরাস্তি প্রতিনিধিঃ

শুক্রবার শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা গ্রামের শ্রী শ্রী হরি মন্দিরে “জাগো হিন্দু পরিষদ”(JHP) শাহরাস্তি শাখার মাধ্যমে আরো একটি গীতাস্কুলে শুরু করা হল। যাতে আগামীপ্রজন্মের মাঝে সঠিক দিব্যজ্ঞান প্রকাশিত হয়। এসময় উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ শাহরাস্তি শাখা চাঁদপুরের, সভাপতি শ্রী হৃদয়জিত সরকার জয়জিত, সাংগঠনিক সম্পাদক শ্রী পরশ চক্রবর্তী জয়,jhp পরিচালিত শ্রী শ্রী হরি মন্দির বৈদিক গীতা শিক্ষালয়ের প্রধান উপদেষ্টা শ্রী জয়দেব চন্দ্র ভৌমিক, উপদেষ্টা শ্রী কৃষ্ণ দাস jhp শাহরাস্তি শাখার, সন্মানিত ধর্মীয় শিক্ষায় আগ্রহী যারা সর্বদা ভালো কাজে সাধুবাদ জানিয়ে এগিয়ে আসেন শ্রী ডাঃ রাখাল চন্দ্র দাস, শ্রী কৃষ্ণ চন্দ্র শীল, শ্রী সমীর ঘোষ, jhp শাহরাস্তি শাখার পরিচিত মুখ Jhp কুমিল্লা জেলার দপ্তর সম্পাদক শ্রী প্রশান্ত চক্রবর্তী,jhp শাহরাস্তি শাখার দপ্তর সম্পাদক শ্রী তপন চন্দ্র দাস, সিনিয়র সারথী শ্রী সুজন দাস,সারথী শ্রী বাপন দাস, শ্রী সাগর ভৌমিক, শ্রী হারু ভৌমিক, শ্রী সুব্রত চৌধুরী প্রমুখ।

উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন jhp শাহরাস্তি শাখার, সাংগঠনিক সম্পাদক, শ্রী পরশ চক্রবর্তী জয়। অনুষ্ঠান শুরু হয় পবিত্র গীতা পাঠের মাধ্যমে। গীতা পাঠ করেন jhp শাহরাস্তি শাখার সাংগঠনিক সম্পাদক শ্রী পরশ চক্রবর্তী। অনুষ্ঠানের শুভ সূচনা করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য দেন jhp পরিচালিত শ্রী শ্রী হরি মন্দির বৈদিক গীতা শিক্ষালয়ের প্রধান উপদেষ্টা শ্রী জয়দেব ভৌমিক,শ্রী কৃষ্ণ চন্দ্র দাস ও Jhp শাহরাস্তি শাখার শ্রদ্ধাভাজন শ্রী কৃষ্ণ চন্দ্র শীল, মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। ফিতা কেটে শুভ উদ্বোধন করেন এবং শাহরাস্তি শাখার শ্রদ্ধাভাজন শ্রী ডাঃ রাখাল চন্দ্র দাস ও শ্রী সমীর ঘোষ, উদ্বোধনী বক্তব্য দেন শ্রী রাখাল চন্দ্র দাস। সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও সনাতনের সচেতনতা মূলক বক্তব্য দেন Jhp শাহরাস্তি শাখার, সভাপতি শ্রী হৃদয়জিত সরকার জয়জিত। এরপর সন্ধ্যা আরতি সহ ভজন কীর্তন, হরিনাম সংকীর্তন করা হয়। শিক্ষার্থীদের মাঝে jhp শাহরাস্তি শাখা, চাঁদপুরের সাংগঠনিক সম্পাদক শ্রী পরশ চক্রবর্তী জয় সম্পাদনা ও jhp শাহরাস্তি প্রকাশিত দৈনন্দিন সনাতন ধর্মের জানা অজানা মন্ত্রের বই ১ম সংকলন, বিলবোর্ড, হোয়াইট বোর্ড, ডাস্টার, কলম, বিতরণ করার মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

শাহরাস্তিতে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে নাহারা গীতা স্কুল চালু

আপডেট: ০৭:৩৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০

শাহরাস্তি প্রতিনিধিঃ

শুক্রবার শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা গ্রামের শ্রী শ্রী হরি মন্দিরে “জাগো হিন্দু পরিষদ”(JHP) শাহরাস্তি শাখার মাধ্যমে আরো একটি গীতাস্কুলে শুরু করা হল। যাতে আগামীপ্রজন্মের মাঝে সঠিক দিব্যজ্ঞান প্রকাশিত হয়। এসময় উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ শাহরাস্তি শাখা চাঁদপুরের, সভাপতি শ্রী হৃদয়জিত সরকার জয়জিত, সাংগঠনিক সম্পাদক শ্রী পরশ চক্রবর্তী জয়,jhp পরিচালিত শ্রী শ্রী হরি মন্দির বৈদিক গীতা শিক্ষালয়ের প্রধান উপদেষ্টা শ্রী জয়দেব চন্দ্র ভৌমিক, উপদেষ্টা শ্রী কৃষ্ণ দাস jhp শাহরাস্তি শাখার, সন্মানিত ধর্মীয় শিক্ষায় আগ্রহী যারা সর্বদা ভালো কাজে সাধুবাদ জানিয়ে এগিয়ে আসেন শ্রী ডাঃ রাখাল চন্দ্র দাস, শ্রী কৃষ্ণ চন্দ্র শীল, শ্রী সমীর ঘোষ, jhp শাহরাস্তি শাখার পরিচিত মুখ Jhp কুমিল্লা জেলার দপ্তর সম্পাদক শ্রী প্রশান্ত চক্রবর্তী,jhp শাহরাস্তি শাখার দপ্তর সম্পাদক শ্রী তপন চন্দ্র দাস, সিনিয়র সারথী শ্রী সুজন দাস,সারথী শ্রী বাপন দাস, শ্রী সাগর ভৌমিক, শ্রী হারু ভৌমিক, শ্রী সুব্রত চৌধুরী প্রমুখ।

উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন jhp শাহরাস্তি শাখার, সাংগঠনিক সম্পাদক, শ্রী পরশ চক্রবর্তী জয়। অনুষ্ঠান শুরু হয় পবিত্র গীতা পাঠের মাধ্যমে। গীতা পাঠ করেন jhp শাহরাস্তি শাখার সাংগঠনিক সম্পাদক শ্রী পরশ চক্রবর্তী। অনুষ্ঠানের শুভ সূচনা করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য দেন jhp পরিচালিত শ্রী শ্রী হরি মন্দির বৈদিক গীতা শিক্ষালয়ের প্রধান উপদেষ্টা শ্রী জয়দেব ভৌমিক,শ্রী কৃষ্ণ চন্দ্র দাস ও Jhp শাহরাস্তি শাখার শ্রদ্ধাভাজন শ্রী কৃষ্ণ চন্দ্র শীল, মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। ফিতা কেটে শুভ উদ্বোধন করেন এবং শাহরাস্তি শাখার শ্রদ্ধাভাজন শ্রী ডাঃ রাখাল চন্দ্র দাস ও শ্রী সমীর ঘোষ, উদ্বোধনী বক্তব্য দেন শ্রী রাখাল চন্দ্র দাস। সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও সনাতনের সচেতনতা মূলক বক্তব্য দেন Jhp শাহরাস্তি শাখার, সভাপতি শ্রী হৃদয়জিত সরকার জয়জিত। এরপর সন্ধ্যা আরতি সহ ভজন কীর্তন, হরিনাম সংকীর্তন করা হয়। শিক্ষার্থীদের মাঝে jhp শাহরাস্তি শাখা, চাঁদপুরের সাংগঠনিক সম্পাদক শ্রী পরশ চক্রবর্তী জয় সম্পাদনা ও jhp শাহরাস্তি প্রকাশিত দৈনন্দিন সনাতন ধর্মের জানা অজানা মন্ত্রের বই ১ম সংকলন, বিলবোর্ড, হোয়াইট বোর্ড, ডাস্টার, কলম, বিতরণ করার মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।