মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ
সারা দেশের ন্যায় শাহরাস্তিতে ২০১৯–২০২০ অর্থবছরে (কাবিটা) যার জমি আছে ঘর নই, ঘর করার সামর্থ নাই এমন লোকদের ঘর নির্মান বাবৎ ২লাখ, ৯৯ হাজার ৮৬০ টাকা বরাদ্ধ দিয়েছে সরকার, প্রতিটি ঘরের জন্য। শাহরাস্তির ১০টি ইউনিয়নে ৪৮ টি ঘর , ৪৮জনকে দিয়েছেন । যার নির্মান কাজ চলছে। আগামী ৫ মার্চ মধ্যে শেষ করার কথা ।
টামটা উত্তর ইউনিয়নে – ৫টি দক্ষিন ইউনিয়নে ৫টি, চিতোষী পূর্ব ইউনিয়নে –৪ পর্শ্চি ইউনিয়নে৪টি, সুচিোড়া উত্তর ইউনিয়নেে -৬টি দক্ষনে–৬টি, মেহার উত্তর ইউনিয়নে ৪টি দক্ষিন ইউনিয়নে–৪ টি, রায়শ্রী দক্ষিন ইউনিয়নে ৬ টি,উত্তরে –৪টি। মোট ৪৮ টি ঘরের কাজ প্রায় শেষের পথে। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার ঘর গুলো পরিদর্শন করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এর অফিস ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, ২০১৭–২০১৮ অর্থ বছরে মাননী প্রধান মন্ত্রীর আশ্রয়ন প্রকল্প কর্মসূচির আওতায় ১৬২ টি পরিবারকে ১৬২ টি ঘর যার ব্যায় ১ লক্ষ টাকা। (নির্মিত)। ২০১৮–২০১৯ অর্থ বছরে টি আর, কর্মসূচির ২৪ টি ঘর ২৪ জনকে দেওয়া হয়ে, যার ব্যায় ২লাখ৫৮হাজার টাকা। ২০১৯–২০১৯–২০২০ (কাবি টা) অর্থ বছরে ৪৮ টি ঘর ৪৮ জনকে দেওয়া হয়েছে, চলমান। যার ২ লাখ ৯৯ হাজার, ৮৬০ টাকা।