ফরিদগঞ্জে ২ সন্তান রেখে উধাও প্রবাসির স্ত্রী

  • আপডেট: ০৪:৩৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
  • ৪১

ফরিদগঞ্জ প্রতিনিধি:

ফরিদগঞ্জে বহুল আলোচিত মিশু হত্যাকারীর সেই খুনী সুজনের বোন প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী রাবেয়া বেগমকে ৬ দিনেও খূজে পাচ্ছেনা পরিবারের লোকজন।

নিরুপায় হয়ে গত ১৮ ফেব্রুয়ারী রাবেয়ার হতদরিদ্র বাবা উপজেলা চরমুঘুয়া গ্রামের আবুল বাসার তার মেয়ের সন্ধানে পুলিশের দ্বারস্থ হতে বাধ্য হয়ে থানার একটি জিডি দায়ের করেছেন।

পুলিশ ও নিখোর্জ হওয়া রাবেয়ার বাবা মোঃ আবুর বাসার জানায়, তার মেয়ে চলতি মাসের ১৭ ফেব্রুয়ারী বিকালে স্বামীর বাড়ির কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। বহু খোজাখুজি না করে নিরুপায় হয়ে নিখোঁজের একদিন পর থানায় একটি জিডি দায়ের দায়ের করেছেন রাবেয়ার বাবা।

এদিকে গত বছরের ২৯ জুলাই সকালে একদল উচ্ছুংখল যুবক রাবেয়ার বাড়িতে হামল্ াচালানোর অভিযোগে রাবেয়া বেগম ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন। এ অভিযোগে মিশুর জেঠা সেকান্দার বেপারী ও তার দুই ছেলে জহির বেপারী ও খিজির বেপারীকে অভিযুক্ত করা হয়েছিল।

ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব বলেন, রায়েবা নিখোঁজ অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার আগে এ মুহুর্তে কিছু বলা যাচ্ছে না।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

তারিখবিহীন খাবার তৈরি, চাঁদপুরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ফরিদগঞ্জে ২ সন্তান রেখে উধাও প্রবাসির স্ত্রী

আপডেট: ০৪:৩৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০

ফরিদগঞ্জ প্রতিনিধি:

ফরিদগঞ্জে বহুল আলোচিত মিশু হত্যাকারীর সেই খুনী সুজনের বোন প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী রাবেয়া বেগমকে ৬ দিনেও খূজে পাচ্ছেনা পরিবারের লোকজন।

নিরুপায় হয়ে গত ১৮ ফেব্রুয়ারী রাবেয়ার হতদরিদ্র বাবা উপজেলা চরমুঘুয়া গ্রামের আবুল বাসার তার মেয়ের সন্ধানে পুলিশের দ্বারস্থ হতে বাধ্য হয়ে থানার একটি জিডি দায়ের করেছেন।

পুলিশ ও নিখোর্জ হওয়া রাবেয়ার বাবা মোঃ আবুর বাসার জানায়, তার মেয়ে চলতি মাসের ১৭ ফেব্রুয়ারী বিকালে স্বামীর বাড়ির কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। বহু খোজাখুজি না করে নিরুপায় হয়ে নিখোঁজের একদিন পর থানায় একটি জিডি দায়ের দায়ের করেছেন রাবেয়ার বাবা।

এদিকে গত বছরের ২৯ জুলাই সকালে একদল উচ্ছুংখল যুবক রাবেয়ার বাড়িতে হামল্ াচালানোর অভিযোগে রাবেয়া বেগম ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন। এ অভিযোগে মিশুর জেঠা সেকান্দার বেপারী ও তার দুই ছেলে জহির বেপারী ও খিজির বেপারীকে অভিযুক্ত করা হয়েছিল।

ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব বলেন, রায়েবা নিখোঁজ অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার আগে এ মুহুর্তে কিছু বলা যাচ্ছে না।