ওমর ফারুক সাইম॥
কচুয়ায় প্রতিবছরের ন্যায় এ বছরও বেসরকারি সামাজিক সংগঠন আলোর মশাল সামাজিক যুব সংগঠনের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।
২১ ফেব্রুয়ারি শুক্রবার সকালে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন, প্রধান অতিথি কচুয়া বাজার সমিতির সভাপতি, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা জাকির হোসেন বাটা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলোর মশালের উপদেষ্টা ও কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার, কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও সানরাইজ কিন্টার গার্টেনের সাবেক প্রধান শিক্ষক মানিক ভৌমিক প্রমূখ।
এসময় সংগঠনের সভাপতি আবু সায়েম মৃধা, সিনিয়র সহ সভাপতি মোঃ মেহেদী হাসান, সহসভাপতি নাইম সর্দার মুকিত, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সুমনসহ আলোর মশালের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিল।