আতাউল করিম,কচুয়া
চাঁদপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ড.মনসুরউদ্দীন মহিলা কলেজের ১০ বছর পূর্তি উপলক্ষে কলেজের কৃতি ছাত্রী সংবর্র্ধনা প্রদান করা হয়েছে। শনিবার কলেজের ১০ বছরপূর্তি অনুষ্ঠানে সকালে মিলাদ,আনন্দ র্যালি,আলোচনাসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশন করা হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি। এসময় তিনি বলেন, ড.মনসুরউদ্দীন মহিলা কলেজটি নারী শিক্ষাকে এগিয়ে নিতে অগ্রণী ভ’মিকা পালন করছে । নারী শিক্ষার ফলে নারী নির্যাতন,বাল্যবিবাহ কমে আসবে। যার ফলশ্রুতিতে সমাজে লিঙ্গের সমতা ফিরে আসবে এবং নারীর অধিকার নিশ্চিত হবে।
কলেজের প্রতিষ্ঠাতা ও গভনিং বডির সভাপতি জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মো: গোলাম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সচিব মোঃ রফিকুল ইসলাম,কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির,কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম,কচুয়া উপজেলা মুক্তিযোদ্বা সংসদ কমান্ডার আঃ মুবিন ও কৃতি ছাত্রী আয়েশা আক্তার লিজা। অনুষ্ঠানে কলেজের ২শত ৬ জন কৃতি ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়।
ছবিঃ কচুয়া ড.মনসুরউদ্দীন মহিলা ১০ বছর পূর্তি অনুষ্ঠানেুুুুুুুুুু আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি ।