ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া ॥
চাঁদপুরের কচুয়ায় নারী শিক্ষা প্রসারে বিশেষায়িত খ্যাত ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের গৌরবের দশ বছর পূর্তি উপলক্ষে কৃতি ছাত্রী সংবর্ধনা,আনন্দ র্যালিসহ ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। দীর্ঘ দিনপর ভিআইপি ও শীর্ষ স্থানীয় নেতাকর্মীদের আগমনে এলাকাটি মিলন মেলায় পরিনত হবে।
এ উপলক্ষ্যে আজ শনিবার কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি,সাবেক সচিব ও এনবিআরের চেয়ারম্যান আলহাজ্ব মো: গোলাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চান্দিনা আসনের এমপি অধ্যাপক আলী আশরাফ,হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের এমপি মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম ,মতলব উত্তর-দক্ষিন আসনের এমপি অ্যাড. নুরুল আমিন রুহুল ও ফরিদগঞ্জ আসনের এমপি ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান।
এদিকে ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের দশ বছর পূর্তিতে অনুষ্ঠান সফল ও সার্থক করে তুলতে এলাকার সর্ব শ্রেনীর মানুষের সহযোগিতা কামনা করেছেন কলেজের অধ্যক্ষ মো: শহীদুল ইসলাম ।
শিরোনাম:
ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের দশ বছর পূর্তিতে কচুয়ায় ৫ এমপি আসছেন
Tag :
সর্বাধিক পঠিত